নিজস্ব প্রতিনিধি, কাথিঃ মাত্র ১ টাকাতে ১৫ ধরণের সবজি ! শুনে তো ভিমরি খাওয়ার যোগার। আচ্ছা বলুন ত সত্যিই কি একটাকায় কোনও সবজি হয়, না এক টাকাতে এখন আর কিছু পাওয়া যায়না । তবে লকডাউনের এই পরিস্থিতিতে শুধুমাত্র ১টাকা দিয়ে ১৫ ধরণের সবজি কিনলেন গ্রামের ৩৫০ টি পরিবার । বিনা পয়সায় চাল ডাল আলু দিলে সন্মানের ভয়ে হাত পেতে নিতে চাননা অনেকে । তাই শনিবার দীঘার ঘেরসাই গ্রামের স্থানীয় যুবগোষ্ঠীর উদ্যোগে নাম মাত্র মূল্যে ১৫ ধরণের সবজি বিক্রির ব্যবস্থা করা হল ।যুবগোষ্ঠীর সদস্যরাই নিজেদের মধ্যে চাঁদা তুলে ৫৫ হাজার টাকা খরচ করে অভিনব হাট বসালো শনিবার সকালে ।
আর সামাজিক দুরত্ব মেনে স্থানীয় বাসিন্দারা মেরিন ড্রাইভের পাশে বসা এই অস্থায়ী হাট থেকে আলু,পেঁয়াজ,কুমড়ো পটল সহ ১৫ ধরণের সবজি কিনে নিয়ে গেলেন । যুবগোষ্ঠীর এক সদস্য দীপেন সোম জানান, এর আগে আমরা ২৫০ টি পরিবারের হাতে সাত দিনের খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছিলাম । এবার ১ টাকার হাট বসিয়ে ১৫ ধরণের সবজি তুলে দিলাম ।