জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনাবাহিনী এনকাউন্টারে (Encounter) দুই জঙ্গিকে হত্যা করে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
Based on inputs from intelligence agencies and #JKP regarding a likely infiltration bid, an anti-infiltration Operation was launched by #IndianArmy on the intervening night of September 8 in general area of Lam, Nowshera. Two terrorists have been neutralised and a large quantity… pic.twitter.com/rtY9eOSGPJ
— ANI (@ANI) September 9, 2024
হোয়াইট নাইট কর্পসের মতে, গতরাতে নিরাপত্তা বাহিনী নৌশেরার লাম এলাকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে তথ্য পায়। এই তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি অনুপ্রবেশ বিরোধী অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন স্থানে পৌঁছলে সন্ত্রাসীবাদিরা তাদের উপর গুলি চালায়। এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব (Encounter) দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।
জম্মু ও কাশ্মীরের মানুষ বলছেন যে বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবেশ নষ্ট করার জন্য সীমান্তের ওপার থেকে চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসবাদীদের (Encounter) মাধ্যমে মানুষের মধ্যে ভয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গত কয়েক মাস ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েই চলেছে। তবে, সরকার এই বিপদ রোধে পদক্ষেপ নিচ্ছে। উপত্যকায় একাধিক স্তরে সন্ত্রাসবাদীদের (Encounter) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসবাদীদের প্রতিটি প্রচেষ্টার কড়া জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনী।