Urfi Javed: ‘ওহ হাসিনা জুলফো ওয়ালি’ নীল পোশাকেই ফাটিয়ে নাচলেন অভিনেত্রী উরফি, মুগ্ধ নেটিজেনরা

খবরএইসময় ডেস্ক:  টেলিভিশন পর্দার ‘বিগ বস’ মঞ্চের প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ  দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদভূত সাজপোশাকের জন্য প্রায়ই উরফিকে কটাক্ষের শিকার হতে হয় নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। উরফি যে মিডিয়াতে চর্চায় থাকার জন্য সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

বেশিরভাগ সময়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের পোশাকের জন্য রীতিমতো চর্চার আলোয় থাকেন। তার ভিন্ন ভিন্ন ধরনের পোশাক তাকে নিয়ে চর্চার অন্যতম কারণ। সম্প্রতি গাঢ় নীল রঙের একটি ব্যাকলেস পোশাকে দেখা গিয়েছে তাকে। হালকা মেকাপে মানানসই সাজে ছিলেন অভিনেত্রী। নিঃসন্দেহে এদিন তাকে দারুন লাগছিল।

সম্প্রতি এই পোশাকেই কোন এক ফটোশুটের ফাঁকে শাম্মী কাপুরের গান ‘ও হাসিনা জুলফোওয়ালী জানে জাঁহা’র তালে বানালেন ইনস্টারিল ভিডিও, যা এই মুহূর্তে মনে ধরেছে সকল নেটনাগরিকদের। অভিনেত্রী এই রিল ভিডিও শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়ে গিয়েছে তার অনুরাগীদের মাঝে। তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনদের পাশাপাশি তার অগণিত ভক্তরাও।

 

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

 

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন।

উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।

.

Google news