করোনা মুক্ত ঐশ্বর্য ও আরাধ্যা, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি

মুম্বাইঃ ১২ জুলাই থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। তাদের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় এবার বাড়ি ফিরে গেলেন বচ্চন পরিবারের এই দুই সদস্য। সোমবার এই কথা জানান অভিষেক বচ্চন।

অভিষেক টুইটারে বলেন যে সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এই ঋণ কখনো চোকাতে পারব না। এরপর তিনি জানান যে কোভিড টেস্ট নেগেটিভ আশায় বাড়ি চলে গিয়েছেন স্ত্রী ঐশ্বর্য ও কন্যা আরাধ্যা। তিনি ও তাঁর বাবা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে আছেন বলে জানান অভিষেক।

 

প্রসঙ্গত, গত ১১ জুলাই থেকে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। তার পরের দিনই অর্থাৎ ১২ তারিখ এই ঐশ্বর্য ও আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তারা হোম আইসোলেশনেই ছিল, তবে কিছুদিন যেতে না যেতে অবস্থার অবনতি ঘটে তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য বচ্চন পরিবারে বেশ ভালোভাবেই করোনা গ্রাস করেছিল। ১২ জুলাই ঐশ্বর্য ও তাঁর মেয়ের রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে ব়্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পেল টেস্টের ফল পজিটিভ। সূত্রের খবর, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই সংক্রমণ ছড়ায় বলে অনুমান। জয়া ছাড়াও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি এবং অগস্থ্যার রিপোর্টও নেগেটিভ এসেছে।

Google news