Saturday, October 5, 2024
Homeবিনোদননীতিশের কাছে আর্জি সুশান্তের বাবার ছেলের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়া হোক

নীতিশের কাছে আর্জি সুশান্তের বাবার ছেলের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়া হোক

Published on

দেবদত্তা সাহাঃ  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে  বিরোধ প্রকাশ্যে বিহার পুলিশ ও মুম্বই পুলিশের মধ্যে। মৃত্যুর পঞ্চাশ দিন কেটে গেলেও ক্রমশ জটিল হচ্ছে সুশান্তের মৃত্যু রহস্যের জট। আইনগত অধিকারক্ষেত্রের প্রশ্ন তুলে বিহার পুলিশকে সুশান্তের মৃত্যুর তদন্ত করতে দিচ্ছে না মুম্বই পুলিশ, অভিযোগ বিহার পুলিশ ও প্রয়াত ওই অভিনেতার পরিবারের। তাঁদের হাতে দেওয়া হয়নি কোনওরকম নথিপত্র,এমনকি করোনা প্রোটোকল দেখিয়ে ঘরবন্দি করা হয়েছে রবিবার মুম্বই পৌঁছানো পাটনার এসপিকে।

চেপে রাখতে না পেরে অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল সুশান্তের বাবার। সোমবারের ভিডিও বার্তার পর মঙ্গলবার সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথা বললেন তিনি। এর আগে সুশান্তের আইনজীবী সঞ্জয় সিংয়ের তরফেও এই বিষয়টি বিবেচনা করে দেখবার আবেদন জানাননো হয়েছিল।

 এ ব্যাপারে গত শনিবার নীতিশ কুমার জানিয়ছিলেন, কেকে সিং পাটনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি যদি চান যে সিবিআই তদন্ত করুক, তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ পাঠাবে বিহার সরকার।

সোমবার একটি ভিডিয়ো বার্তা জারি করেন সুশান্তের বাবা।তিনি বলেন, আমি বান্দ্রা পুলিশকে বলেছিলাম ফেব্রুয়ারি মাসে বলেছিলাম ওর জীবন সংকটে রয়েছে। ও জুনের ১৪ তারিখে মারা গেল। তারপরেও আমি বলেছিলাম ২৫ ফেব্রুয়ারি আমি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম,তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে। ওঁর চলে যাওয়ার ৪০ দিন পরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমি পাটনা পুলিশের এফআইআর দায়ের করেছি’। এফআইআরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়াসহ তাঁর উপর মানসিক চাপ দেওয়া, ব্ল্যাকমেল, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগ এনেছেন কেকে সিং।

সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের হস্তক্ষেপ এবার প্রায় নিশ্চিত। কারণ সুশান্তের মৃত্যুর প্রথম ও একমাত্র এফআইআর দায়ের হয়েছে পাটনা পুলিশের কাছে। ফলে এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়ে করানোর সুপারিশ পাঠানোর পূর্ণ অধিকার রয়েছে নীতিশ কুমার সরকারের কাছে।

Latest articles

Haryana Elections: হরিয়ানার ৯০টি আসনে ভোট গ্রহণ চলছে, ১,০৩১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা

আজ হরিয়ানার ৯০টি আসনে ভোট গ্রহণ (Haryana Elections) চলছে। রাজ্যের সবকটি বিধানসভা আসনে ভোট...

IPL Auction: আইপিএলের ‘মেগা’ এবং ‘মিনি’ নিলামের মধ্যে প্রধান পার্থক্য কী?

আইপিএল ২০২৫ মেগা নিলামের (IPL Auction) প্রস্তুতি পুরোদমে চলছে এবং এর সাথে ক্রিকেট প্রেমীদের...

Most Popular IPL Team: ধোনির CSK, নাকি রোহিতের MI , আইপিএল-এর সবথ্বেকে জনপ্রিয় দল কোনটি!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দলের ভক্তরা তাদের দলকে সবচেয়ে জনপ্রিয় (Most Popular IPL Team)...

Ind-SL Relations: শ্রীলঙ্কার মাটি থেকে কোনও ভারত বিরোধী কাজ হবে না, জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের পর জানালেন রাষ্ট্রপতি

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (Ind-SL Relations) শুক্রবার শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সাথে দেখা...

More like this