তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী,প্রস্তুতি তুঙ্গে

 নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর :আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে l জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই মাসের ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী l বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মাসের দশ তারিখ থেকে উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক বিষয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা করতে বিভিন্ন জেলায় সফর করার কথা জানান l কিন্তু অশনী ঝড়ের পূর্বাভাস থাকায় জেলা সফর বাতিল করা হয়। পরে নুতন করে আবার কর্মসূচি ঘোষণা করা হয়।

সেই অনুযায়ী, তিনি ১৭ই মে থেকে তিন দিন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফর করবেন l জেলা প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তার সফরের প্রথম দিন পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদ হলে প্রশাসনিক বৈঠক করবেন l পরের দিন আঠারো ই মে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের নিয়ে মেদিনীপুর কলেজ মাঠে দলীয় পর্যালোচনা সভা সেরে  বিকেলবেলা ঝাড়গ্রাম শহরে আসবেন  এবং প্রশাসনিক বৈঠক সারবেন l পরের দিন ১৯শে মে দুপুরে জেলার সমস্ত পঞ্চায়েতের সদস্য ও বুথ সভাপতিদের নিয়ে শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠক করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন l

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মেদিনীপুর ও ঝাড়গ্রাম শহরের হোটেল ও লজগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে l ওই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা থাকবেন l এছাড়াও দুই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে l

গত দু তিন মাস ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামে পোস্টার দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, যা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের কড়া হাতে তা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন l জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিছু বলতে পারেন বলে মনে করা হচ্ছে l আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দুই জেলায় মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকগন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

Google news