‘আমকেও আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছিল’, বিস্ফোরক চেতন ভগত

খবর এইসময়, নিউজ ডেস্কঃ  আগামী ২৪শে জুলাই রিলিজ করছে সুশান্তের শেষ অভিনীত সিনেমা দিল বেচারা। আর তা নিয়েই কয়েকটি কথা টুইটারে লিখেছিলেন খ্যাতনামা লেখক চেতন ভগত। আর তাতেই বাঁধে সমস্যা। সামনে আসে তাঁর জীবনের কয়েকটি ঘটনা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রির স্বজনপোষণ কিংবা প্রতিপত্তিশালীদের প্রভাব খাটানো, হুমকি দেওয়ার মতন একাধিক বিতর্ক জন্ম নিয়েছে। এবার সেই বিতর্কে আরও একটি নতুন সংযোজন করলেন লেখক চেতন ভগত। তিনি জানালেন কীভাবে প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন।

চেতন টুইট করে লিখেছেন, “সুশান্তের শেষ ছবি চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে। আমি তথাকথিত জনপ্রিয় ক্রিটিকদের বলতে চাই, কোনও নোংরা ট্রিক করবেন না। উলটোপালটা লিখবেন না। বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। অনেক জীবন আপনারা নষ্ট করেছেন। এবার থামুন! আমরা সিনেমাটি দেখবই।”

চেতনের এই টুইটের রিপ্লাই করেন বিধু বিনোদ চোপড়ার স্ত্রী তথা খ্যাতনামা সিনে সমালোচক, সঞ্চালিকা অনুপমা চোপড়া। তিনি লেখেন,  “যতবার আপনি এসব নিয়ে ভাববেন, আলোচনার স্তরটা আরও নেমে যাবে!”

চেতন আবার এর জবাবও দিয়েছেন। তিনি বিধু বিনোদ চোপড়ার প্রসঙ্গ টেনে  লিখলেন, “যখন আপনার স্বামী জনসমক্ষে আমাকে অপমান করতেন, নির্লজ্জের মতো সবকটা পুরস্কার নিয়ে নিতেন, আমার গল্পের জন্য আমাকে এতটুকু কৃতিত্ব না দিয়ে আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছিলেন আর আপনি সেসব মুখবুজে দেখতেন, তখন কোথায় ছিলেন আপনি?”

প্রসঙ্গত, চেতনের লেখা গল্প থেকেই সুশান্তের প্রথম হিন্দি ছবি ‘কাই পো চে’, আমির খানের ‘থ্রি ইডিয়টস’, অর্জুন কাপুরের ‘টু স্টেটস’-এর মতো সিনেমা তৈরি হয়েছে। তবে তাঁর প্রতি সৌজন্যতা স্বীকার তো করা হয়ইনি, বরং তাঁকে নাকি অপমানিত হতে হয়েছিল খ্যতনামা বলিউড প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কাছে। এমনকি, ‘থ্রি ইডিয়টস’-এর মুক্তির সময় তাঁকে কৃতিত্ব দেওয়া নিয়ে একাধিক সমস্যার সৃষ্টি করেছিলেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। সিনেমা মুক্তি পাওয়ার পর ‘সেরা গল্পের’ জন্য বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পান বিধু বিনোদ চোপড়া।

উল্লেখ্য, চেতনের ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর অবলম্বনেই ‘থ্রি ইডিয়টস’-এর সিনেম্যাটিক কাহিনি লেখা হয়েছিল।

Google news