22 C
New York
Wednesday, January 15, 2025
HomeবিনোদনTollywood:বুধবার থেকে শুটিং শুরু টলিপাড়ায়

Tollywood:বুধবার থেকে শুটিং শুরু টলিপাড়ায়

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

অবশেষে কাটল টলিপাড়ার(Tollywood) জট। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষমেশ, ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব মিটল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তাতে ইতি টানলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। নবান্ন থেকে সোজা মমতার নির্দেশ, ‘কাউকে ব্যান করা যাবে না।’ মঙ্গলবার সন্ধে নাগাদ স্টুডিওপাড়ায় সংবাদমাধ্যমকে দেব জানালেন, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে।

একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল নাগাদ নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেই বৈঠকের পরেই এমন নির্দেশ মুখ্যমন্ত্রীর। টলিপাড়ার জট কাটতেই স্বাভাবিকভাবেই স্টুডিওপাড়ায় খুশির হাওয়া। মঙ্গলবার রাতেই মিষ্টি বিতরণ হল টেকনিশিয়ানস স্টুডিওতে। আর বুধবার সকাল থেকেই ফের সরগরম টলিউড।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ানস স্টুডিয়োতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানেই বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকরা। এদিন সকাল সকালই টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায় , রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। রাহুলের ছবির শুটিংয়ে টেকনিশিয়ানদের না আসায়, রীতিমতো গর্জে উঠেছেন তাঁরা। ফেডারেশনের এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়ে একজোট হয়েছে টলি পরিচালকরা। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ এরপরই সোমবার থেকে স্তব্ধ হয়ে যায় টলিপাড়া।

- Ad -

Latest articles

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...

More like this

Salil Chowdhury: ‘সুরের সলিলে কয়েকঘন্টা’ সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন কলকাতায়

এক ভিন্ন মেজাজের অতুলনীয় সুরকার সলিল চৌধুরীর (Salil Chowdhury) শতবর্ষ উদযাপন হল কলকাতার চারুবাসনা...

Arun Roy: বছরের শুরুতেই শোকের ছায়া বিনোদন জগতে! না ফেরার দেশে পরিচালক অরুণ রায়

বছরের শুরুতেই বিনোদন জগতে শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মৃত্যুর কাছে...

UP BJP: ইউপিতে সভাপতি পদে বিজেপির নতুন পরীক্ষা? দৌড়ে অনেক বড় বড় নাম

ভারতীয় জনতা পার্টির (UP BJP) উত্তরপ্রদেশ ইউনিট ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে বড়...