Thursday, October 31, 2024
HomeবিনোদনTollywood:বুধবার থেকে শুটিং শুরু টলিপাড়ায়

Tollywood:বুধবার থেকে শুটিং শুরু টলিপাড়ায়

Published on

অবশেষে কাটল টলিপাড়ার(Tollywood) জট। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে শেষমেশ, ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্ব মিটল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছিল, তাতে ইতি টানলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে। নবান্ন থেকে সোজা মমতার নির্দেশ, ‘কাউকে ব্যান করা যাবে না।’ মঙ্গলবার সন্ধে নাগাদ স্টুডিওপাড়ায় সংবাদমাধ্যমকে দেব জানালেন, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে।

একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল নাগাদ নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেই বৈঠকের পরেই এমন নির্দেশ মুখ্যমন্ত্রীর। টলিপাড়ার জট কাটতেই স্বাভাবিকভাবেই স্টুডিওপাড়ায় খুশির হাওয়া। মঙ্গলবার রাতেই মিষ্টি বিতরণ হল টেকনিশিয়ানস স্টুডিওতে। আর বুধবার সকাল থেকেই ফের সরগরম টলিউড।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। টেকনিশিয়ানস স্টুডিয়োতে শুটিং করতে এসে মেকআপ ভ্যানেই বসে রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাধার মুখে পড়ল রাহুলের পুজোর ছবির শুটিং। রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালকরা। এদিন সকাল সকালই টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায় , রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম শীলের মতো পরিচালকরা। রাহুলের ছবির শুটিংয়ে টেকনিশিয়ানদের না আসায়, রীতিমতো গর্জে উঠেছেন তাঁরা। ফেডারেশনের এমন পদক্ষেপের নিন্দায় সরব হয়ে একজোট হয়েছে টলি পরিচালকরা। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ এরপরই সোমবার থেকে স্তব্ধ হয়ে যায় টলিপাড়া।

Latest articles

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...

Junior Doctors Protest: চাপ বাড়ছে সিবিআইয়ের ওপর! সাত দফা প্রশ্ন নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র চিকিৎসকদের

সিবিআই আরজি করের (Junior Doctors Protest) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ইতিমধ্যে শিয়ালদহ...

More like this

Kali Puja: সূর্যের আলো দেখেন না! দিনে প্রতিমা তৈরি করেই রাতে বিসর্জন হয় এই কালী পুজোয়

পুজো (Kali Puja) মানে আচার অনুষ্ঠান। পুজো মানেই একেক জায়গার একেক রকম নীতি। কিছু...

Kali Puja: শোল পোড়া মাছ না হলে সন্তুষ্ট নন! মা কালীর পুজো ইতিহাস আপনাকে চমকে দেবে

এক একটা পুজোর (Kali Puja) সঙ্গে এক একটা গল্পকথা, এক এক ধরনের নিয়ম জুড়ে...

Fire Breaks Out: মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা

কয়েক বছর আগে মধ্যমগ্রামের গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা মনে পড়লে এখনও...