বাবা কিংবদন্তি ফুটবলার আর ছেলে (Enzo Zidane) মাত্র ২৯ বছর বয়সেই ছাড়লেন ফুটবল খেলা। বাবা জিনেদিন জিদানের অনুপ্রেরণায় ছোট থেকেই ফুটবলের সঙ্গে সখ্যতা ছিল এনজো জিদানের। ফুটবলে তার যাত্রাটা শুরু হয়েছিল জুভেন্তাস অ্যাকাডেমিতে। পরে যান রিয়াল মাদ্রিদের যুব দলে। ২০১৬ সালে জিদান রিয়ালের কোচ থাকার সময় মূল দলেও সুযোগ হয়েছিল এনজোর।
কোপা দেল রের ম্যাচে ইসকোর পরিবর্তে মাঠে নেমে গোলও করেছিলেন এনজো (Enzo Zidane)। কিন্তু ওই এক ম্যাচের পর আর মূল দলে খেলার সুযোগ পাননি তিনি। পরের বছর আলাভেসে যোগ দিয়ে মাত্র ২ ম্যাচ খেলে পাড়ি দেন সুইস ক্লাব লউসান-স্পোর্টে। এরপর ২০২৩ পর্যন্ত বদলেছেন একাধিক ক্লাব।
শেষবার স্পেনের তৃতীয় বিভাগের দল ফুয়েনলাব্রাদার হয়ে খেলেছেন। চলতি মরশুমে ক্লাবহীন হয়ে পড়েন ২৯ বছরের এনজো জিদান (Enzo Zidane)। সব মিলিয়ে ২১৫ ম্যাচ খেলে ১৬ গোলেই কেরিয়ারের ইতি টানলেন তিনি। মঙ্গলবার ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন এনজো জিদান।
কেরিয়ার দেখে বোঝাই যাচ্ছে জাতীয় দলে সুযোগ হয়নি এনজোর (Enzo Zidane)। স্পেন অনূর্ধ্ব-১৫ ও ফ্রান্স অনূর্ধ্ব-১৯ এর হয়ে খেলেছেন জিদানপুত্র। এনজো জিদানের বড় ছেলে। তার আরও তিন ছেলে আছে। তারাও ফুটবলের সঙ্গে যুক্ত আছেন।