ঘরের মাঠে ইউরো (Euro Cup), তাই শুরু থেকেই দাপট জার্মানির। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে আসর শুরুর ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। জার্মানদের ইউরো ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। এর আগে কোনো আয়োজক দেশও কখনো উদ্বোধনী ম্যাচে এত বড় জয় পায়নি।
An opening match to remember for Germany 🇩🇪#EURO2024 | #GERSCO pic.twitter.com/luXAFwUS1E
— UEFA EURO 2024 (@EURO2024) June 14, 2024
স্কটিশদের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় জার্মানি। তিন গোল হজমের পাশাপাশি লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় স্কটল্যান্ড। ম্যাচের ১০ম মিনিটেই কিমিচের অ্যাসিস্ট থেকে ফ্লোরিয়ান উইর্টজের গোলে শুভ সূচনা করে জার্মানরা। ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি জার্মানির। ১৯তম মিনিটে কাইল হাভার্টজের বাড়ানো বল জালে জড়ান জামাল মুসিয়েলা। ২৫তম মিনিটে জার্মানি পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয়।
A magical performance from Musiala 🪄🇩🇪@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/spbLGVwHJ3
— UEFA EURO 2024 (@EURO2024) June 14, 2024
বিরতির ঠিক ১ মিনিট আগে লালকার্ড দেখেন পোর্তেওস। ফের পেনাল্টি পায় জার্মানি। এবার আর ভুল হয়নি। কাইল হাভার্টজ ঠিকই জালভেদ করেন পেনাল্টি থেকে। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রেখে খেলতে থাকে জার্মানরা। ৬৩তম মিনিটে হাভার্টজের বদলি নামা নিকলাস ফুলক্রুগ ডি-বক্সে সুযোগ পেয়ে জোরালো শটে বল জালে পাঠান। স্কোরলাইন হয় ৪-০।
What a strike, Niclas Füllkrug! 😲🚀#EUROGOTT | @AlipayPlus pic.twitter.com/8zekWKPVzZ
— UEFA EURO 2024 (@EURO2024) June 14, 2024
৮৭তম মিনিটে ম্যাচের সান্ত্বনাসূচক গোলের পায় স্কটল্যান্ড। মাঝমাঠ থেকে নেওয়া ফ্রি কিকে বক্সে বল মাথা ছোঁয়ান স্কট ম্যাককেনা। জার্মান ডিফেন্ডার রুডিগারের মাথায় লেগে তা চলে যায় জালে।
৩ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে, টমাস মুলারের পাস ধরে বক্সের বাইরে থেকে দ্রুতগতির শটে জার্মানিকে পঞ্চম গোল এনে দেন মিডফিল্ডার এমরে কান। শেষ তিন টুর্নামেন্টে প্রথম ম্যাচে হার হজমের পর এবারের ইউরো জয় দিয়ে শুরু করলেন জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।