চলতি ইউরোতে (Euro Cup) সবচেয়ে আলোচিত ফুটবলার স্পেনের তরুণ তুর্কী লামিলে ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তার বাঁকানো শটের গোলে মুগ্ধ ফুটবলবিশ্ব। ভারতীয় সময় রবিবার রাতে শিরোপার দখলের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগে ১৬ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে জরিমানার আশঙ্কায় পড়েছে স্পেন। আয়োজক দেশ জার্মানির শ্রম আইনের ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে ইয়ামালের বয়স মাত্র ১৬। অর্থাৎ আইনের পরিভাষায় যাকে বলে তিনি নাবালক। জার্মানির শ্রম আইন অনুযায়ী কোনো নাবালককে রাত আটটার পর কোনো কাজ করানো যাবে না। তবে অ্যাথলিটদের ক্ষেত্রে ছাড় আছে। তাদেরকে রাত ১১ টা পর্যন্ত খেলানো বা অনুশীলন করানো যায়। এই আইনের ফলে ইয়ামালকে পুরো ৯০ মিনিট খেলাতে সমস্যায় পড়ে যাচ্ছেন স্পেন কোচ ডেলা ফুয়েন্তে।
জার্মানির বিপক্ষে স্পেনের কোয়ার্টার ফাইনাল (Euro Cup) ম্যাচ শুরু হয়েছিল স্থানীয় সময়ে ৬টায়। তাই ওই ম্যাচে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু বেশ কিছু ম্যাচে লুই ডেলা ফুয়েন্তেকে সমস্যায় পড়তে হয়েছে। যেমন ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল শুরু হয় রাত নয়টায়। নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে ১৫ মিনিট বিরতি, ম্যাচের পর ইন্টারভিউ সব মিলিয়ে ইয়ামালকে রাত ১১ টার পরেও কাজ করতে হতো, যা জার্মানির শ্রম আইন বিরোধী। এখানেই তৈরি হয়েছে সমস্যা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৮৬ মিনিট, ইতালির বিপক্ষে ৭১ মিনিট এবং আলবেনিয়ার বিপক্ষে ১৯ মিনিটের মাথায় ইয়ামালকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন ডেলা ফুয়েন্তে। ফাইনাল (Euro Cup) ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় ৯টায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ইয়ামালকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ফাইনালের একদিন আগে ১৭ তম জন্মদিন উদযাপন করবেন ইয়ামাল। এতেও সমস্যার সমাধান হবে না। তাকে হয়তো পুরো ম্যাচ খেলানোই যাবে না।