দীপাবলির আগেই টালিগঞ্জে সরগরম। টলিউডের পরিচালকরা ক্ষোভে ফেটে পড়েছেন। ২৩৩ জন পরিচালক বিদ্যৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে (Swarup Biswas) মানহানির মামলা করেছেন। যার জেরে বিপাকে স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। কেন তাঁর (Swarup Biswas) বিরুদ্ধে পরিচালকরা মামলা দায়ের করেছেন?
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ সাংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি টালিগঞ্জের পরিচালকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, বাংলার বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থার যে সকল অভিযোগ উঠছে তাঁর মধ্যে ষাট শতাংশই হলেন ছবির পরিচালকগণ। এই মন্তব্যের পরেই টালিগঞ্জের পরিচালক ও প্রযোজকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। তাঁর স্বরূপ বিশ্বাসের এই মন্তব্যের প্রতিবাদ করেন। তাঁরা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
পরিচালক ও প্রযোজকদের বক্তব্য, কোনও একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সকলের দিকে আঙুল তোলা যায় না। সেই জন্যই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করছেন তাঁরা।‘ডিরেক্টর্স গিল্ড’-এর সভাপতি সুব্রত সেন বলেন, পৃথক পৃথকভাবে ২৩৩ জন স্বরূপ বিশ্বাসের নামে মানহানির মামলা করেছেন। স্বরূপবাবুর মন্তব্যে অনেকের খারাপ লেগেছে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের ষাট শতাংশই পরিচালক। সেই কারণে এই মানহানির মামলা করা হয়েছে বলে তিনি বলেন।
পাশাপাশি তিনি বলেন, আমরা মনে করি ডিরেক্টস গিল্ড ফেডারেশনের একটি অংশ। কিন্তু অনেক সিদ্ধান্ত ফেডারেশনের তরফে নেওযা হয়, কিন্তু ডিরেক্টস গিল্ডকে কিছুই জানানো হয় না। এটা কখনই কাম্য নয়। আমার ব্যক্তিগত বিশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব।
একটি সংবাদমাধ্যমকে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ব্যক্তিগতভাবে স্বরূপ বিশ্বাস কেন, কাউকে নিয়ে আমার কোনও অভিযোগ নেই। আমার একটাই বক্তব্য। যে কোনও সংগঠনের একটি এক্তিয়ার থাকে। সেই এক্তিয়ারের বাইরে কেউ কিছু করতে পারে না। তাঁরা নিজেরা আইন তৈরি করতে পারেন না। অপর্ণা সেন এই প্রসঙ্গে বলেন, “স্বরূপ বিশ্বাস কোন সুবাদে চেয়ারম্যান। আমার প্রশ্ন তিনি কি টেকনিশায়ন? পরে শুনলাম অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে। কিন্তু উনি কী কাজ করেছেন যে অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে?”