Family man season 3: ফ্যামিলি ম্যানের নতুন সিরিজ নিয়ে জানা গেল বিরাট আপডেট, জেনে নিন তথ্য 

রহস্য রোমাঞ্চে ভরা ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান (Family man season 3)। এর আগে ফ্যামিলি ম্যানের দুটো সিরিজ দর্শকদের দারুন উৎসাহিত করেছিল। এবার সেই সিরিজের তৃতীয় সিজিনের শুটিং শুরু হয়েছে বলে জানা গেল। কিছুদিন আগে মনোজ বাজপেয়ী এই খবরটি তাঁর সমাজমাধ্যমে জানান। সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই ওয়েব সিরিজের দুই নির্মাতা সহ মনোজ বাজপেয়ীকে। তবে এই ওয়েব সিরিজ কবে রিলিজ করবে সেই নিয়ে কোনও তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে এই ওয়েব সিরিজটি রিলিজ হতে পারে।
এই ওয়েব সিরিজে (Family man season 3) মনোজ বাজপেয়ীর নাম শ্রীকান্ত। যিনি একজন ইন্টেলিজেন্স অফিসার। তিনি কাজ করেন এনআইএ-এর জন্য। এর পাশাপাশি ফুটে ওঠে একজন সাধারণ ফ্যামিলি ম্যানের গল্প, যেখানে তাঁর একটি পরিবার আছে। শুধু তাই নয় সেই পরিবারের একটা ছিমছাম গল্প এই ওয়েব সিরিজের ইউএসপি। সন্ত্রাসবাদীদের ধরার পাশাপাশি এই গল্পে ফুটে উঠেছে একজন সাধারণ বাবা ও স্বামীর গল্প।
জানা গিয়েছে যে, এই ওয়েব সিরিজটির জন্য তিনি প্রায় কুড়ি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।  এই ওয়েব সিরিজটির জন্য তিনিও নিজে মুখিয়ে আছেন বলে জানা গিয়েছে। সদ্য এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে আর তার মধ্যেই দর্শকদের উত্তেজনার পারদ আটকে রাখা অসম্ভব হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।