Bhadreswar Murder: ঘরের দরজা বন্ধ করে বৌমাকে কাটারির কোপ! তারপর….

ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের (Bhadreswar Murder) অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য হুগলির ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মিঠু মিত্র। বয়স আনুমানিক ৩০। ঘটনার সময় তরুণী নিজের ১০ বছরের মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। স্বামী নীলাংশু বাজারে গিয়েছইলেন। অভিযোগ, সেই সময় শ্বশুর হেমাংশু মিত্র বাড়ির সব দরজা বন্ধ করে তার ঘরে গিয়ে মিঠুকে কোপাতে থাকেন।

যদিও খুনের কারণ এখনও স্পষ্ট হয়নি। প্রতিবেশীদের দাবি, সাংসারিক অশান্তি থাকতে পারে। কিন্তু, তাঁরা কখনও ঝগড়াঝাঁটি শোনেননি। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা। মৃতার বাপের বাড়ির লোকজনও শ্বশুরের শাস্তি দাবি করেছেন।

মৃতার মা নমিতা দাস বলেন, ‘‘রাতেও ফোনে কথা হয়েছে। কী থেকে কী হল, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়েকে খুন করা হয়েছে। কেন মারা হল, জানি না।’’ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ

এক প্রতিবেশী বলেন, ” আগে থেকে দরজা বন্ধ করে বধূকে কোপানো হয়। বাচ্চা মেয়ের কন্না শুনে আমরা ছুটে আসি। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃক বলে জানায়। দোষীর কঠোরতম শাস্তি চাই।”