পল্লব হাজরা, হাওড়া: রেল পথে যাত্রী দুর্ভোগ যেন কমছেই না। দফায় দফায় রেল মেরামতির জন্য ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। ফলস্বরূপ একাধিক ষ্টেশনে বেড়েছে যাত্রী হয়রানি।
এপ্রিল মাসের শুরুতেই ফের সম্যসায় পড়তে পারে যাত্রীরা। লিলুয়া- বর্ধমান শাখায় উন্নয়নমূলক কাজের জন্য ০১.০৪.২০২৩ থেকে ১৫.০৪.২০২৩ প্রায় ১৫ দিন কিছু ই এম ইউ(EMU) ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানানো হয়েছে হাইস্পিড ট্রেনের ওভারহেড তার এবং ট্রাক রক্ষণাবেক্ষণ জন্য লিলুয়া বর্ধমান শাখার পাওয়ার ব্লক(Power block) করা হবে।
হাওড়া থেকে যথাক্রমে ৭টি, পান্ডুয়া থেকে ১টি, বর্ধমান থেকে একজোড়া, তারকেশ্বর থেকে ১টি, গুড়াপ থেকে ১টি শ্রীরামপুর থেকে ১টি ও মশাগ্রাম থেকে ১টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগে থেকে দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত গত মাসের শেষ রবিবার হাওড়া বর্ধমান শাখায় ইলেকট্রনিক ইন্টারলকিং প্রতিস্থাপনের জন্য হাওড়া- বর্ধমান কর্ড শাখায় রেল চলাচল স্তব্ধ হয়ে যায়। সমস্যায় পরে একাধিক সাধারণ যাত্রী।