খবরএইসময় ওয়েব ডেস্ক: চিকিৎসকরা একরকম জবাব দিয়েই দিয়েছিলেন। ঐন্দ্রিলার কাছের লোকজন বা প্রিয়জনেরা হয়ত আশা ছেড়েই দিয়েছিলেন । তবে একেই হয়ত বলে ‘মিরাক্যাল’। আর এই মিরাক্যালের আশাতেই ঐন্দ্রিলার মা, বাবা, সব্যসাচী, সকলকে প্রার্থনা করতে বলেছিলেন। ‘মিরক্যাল’ হলও। আর তাতেই একপ্রকার মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা। এই জন্যই হয়ত অনেকে বলেন, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’।
শুক্রবার রাত ১২টা, হিসেব মতো শনিবারই বলা চলে, ফেসবুকের মাধ্যমেই সব্যসাচী জানাচ্ছেন ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ঐন্দ্রিলা শর্মা। এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই রয়েছেন বলে লিখেছেন তিনি। আর ঐন্দ্রিলার চিকিৎসা খরচ অরিজিৎ সিংয়ের বহন করা নিয়ে যে খবর রটেছে, সেবিষয়েও সব্যসাচী জানিয়েছেন, এখনও পর্যন্ত কারোর সাহায্য ছাড়াই ঐন্দ্রিলার পরিবারই তাঁর চিকিৎসা খরচ চালাচ্ছে। তবে হ্যাঁ, ঐন্দ্রিলার চিকিৎসার বিষয়ে অরিজিৎ সিং-এর সঙ্গে তাঁর নানান আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সব্যসাচী।
ঠিক কী লিখেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী? এই গত কয়েকদিনে ঐন্দ্রিলার স্বাস্থ্যের উন্নতি, অবনতি,বহু মানুষের মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটিয়ে দেওয়া, নিউরোসার্জনরাও কীভাবে সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিতে বলেছিলেন, সেকথাই লম্বা পোস্টে জানিয়েছেন ঐন্দ্রিলার ভালোবাসার মানুষ। চলুন চোখ রাখা যাক সব্যসাচীর ফেসবুক পোস্টে…
সব্যসাচী চৌধুরী তাঁর পোস্টে জানিয়েছেন, ঐন্দ্রিলা ক্লিনিক্যালি সুস্থ হলে তারপরই তাঁর পরবর্তী চিকিৎসার জন্য পদক্ষেপ করবেন।
তথ্য সূত্র: zee Bangla 24 Ghanta