ফের কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Breaks out)। লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ১৬টা ইঞ্জিন (Fire Breaks out)। এখনও আগুন (Fire Breaks out) নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার (Fire Breaks out) চেষ্টা করে চলেছেন দমকলকর্মীরা।
লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লর্ডসের মোড়ের পিছনের দিকে একটা বাজার রয়েছে। সেখানে থেকেই আগুন লেগেছে। এখন আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। আগুনের শিখা এতটাই প্রবল যে উৎসস্থল পর্যন্ত এখনও পর্যন্ত পৌঁছতেই পারেননি দমকলকর্মীরা। বাজারের পাশেই রয়েছে ঝুপড়ি। সেই ঝুপড়ি অত্যন্ত ঘিঞ্জি। দ্রুত সেই আগুন সেই ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। আশেপাশের অঞ্চলে সেই আগুন ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। প্রাথমিকাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু দাহ্য বস্তু থাকার কারণে আগুন অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে দমকলের ১০ ইঞ্জিন আসে। পরে আগুনের তীব্রতা দেখে, যে ভাবে আগুন ছড়িয়ে পড়ছে তা বিচার করে আরও ছয়টা ইঞ্জিন নিয়ে আসা হয়। ১৬টা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দমকল কর্মীরা জানাচ্ছেন, ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোই সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসীরা।