পল্লব হাজরা, বরানগর: বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ৩৬/৮ বরাহনগর মহারাজা নন্দকুমার রোডের একটি বাড়ি। শনিবার মিটার ঘর থেকে আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সকলে। ধোঁয়ায় ঢেকে যায় বাড়ির নিচের তলা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল সহ পুলিশকে ।
ঘটনাস্থলে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। পরিসর কম থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে প্রবেশে সমস্যার মুখে পড়তে হয়। প্রথমে আগুন বশে আনতে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। পরে দমকল বাহিনী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দা শঙ্কর চট্টোপাধ্যায় জানান, বাড়ির উপর তলায় থাকেন বাড়ির মালিক সহ পরিবারে তিন জন। মিটার ঘরে শর্টসার্কিটের জেরেই সম্ভবত এই অগ্নিকাণ্ড। দমকল প্রবেশে বেশ সমস্যায় পড়তে হয়। স্থানীয় মানুষ অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দমকল ,পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন। হতাহতের কোন খবর নেই।
জনবহুল এলাকা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। তবে কি থেকে এই অগ্নিকাণ্ড তা ক্ষতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ।