পল্লব হাজরা, বরাহনগর: বুধবার সকালে কর্মব্যস্ত সময়ে হটাৎই আগুন লাগে ডানলপ মোড় সংলগ্ন তিনতলা বিশিষ্ট বহুতলে। আগুনের আঁচ এসে পৌঁছায় দ্বিতীয় তলে থাকা একটি রাষ্ট্রত্ত্ব ব্যাংকে। ধোঁয়ায় ঢাকে গোটা ডানলপ চত্বর। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল সহ বরাহনগর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পাশে থাকা বহুতল থেকে জল নিক্ষেপ করা হয়।
ব্যাংকের ভিতর থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে । মইয়ের সাহায্যে ঘটনায় আটকে থাকা ৪জন ব্যক্তিকে বহুতলের ছাদ থেকে উদ্ধার করে দমকল কর্মীরা। আর কোনো ব্যাংককর্মী আটকে আছে কিনা বহুতলে তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু করে দমকল সহ বরাহনগর থানার পুলিশ। হতাহতের খবর না থাকলেও ডানলপ মোড়ের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
ঘন্টাখানেক এর চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে বহু তলে আগুন তা ক্ষতিয়ে দেখছে দমকল সহ বরাহনগর থানার পুলিশ।
গত মাসে ভাইফোঁটার দিন বরানগর সূর্য সেন স্ট্রিটের একটি কাগজ কারখানায় আগুন লাগে। তার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা বরাহনগরে ।