খবর এইসময় ডেস্কঃ ফের একবার চলন্ত ট্রেনে আগুন। শনিবার দুপুরে গুজরাটের বলসাড স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হামসাফার এক্সপ্রেস। আগুন লাগার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ট্রেনের বেশ কিছু অংশে। কালো ধোঁয়ায় ঢাকে হামসাফার এক্সপ্রেস। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই। এদিন ট্রেনের ব্রেকভ্যান(Break van) আগুনের উৎস হলেও তা ছড়িয়ে পড়ে বাতানুকূল B1 কামরায়।
পশ্চিম রেলওয়ে জনসংযোগ আধিকারিক সুনীল ঠাকুর জানান, শনিবার দুপুর ২টো ২০ মিনিটে ট্রেন নং ২২৪৯৮ হামসাফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ট্রেনটি তামিলনাড়ুর তিরুচুরাপল্লী থেকে গুজরাটের শ্রীগঙ্গানগর জংশনের দিকে যাচ্ছিল। আচমকাই বলসাড স্টেশনের কাছে আসতেই ট্রেনের ব্রেক ভ্যান থেকে আগুন দেখতে পাওয়া যায় পরবর্তী সময়ে সেই আগুন B1 কামরাকেও গ্রাস করে নেয়। ঘটনায় কোন হতাহতের খবর নেই। প্রত্যেক যাত্রীকে সুরক্ষিতভাবে নামিয়ে আনা সম্ভব হয়েছে ট্রেন থেকে। দমকলের চেষ্টায় ঘন্টা কয়েক পর আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে।
দুর্ঘটনাকে কেন্দ্র করে ০২৬১২৪০১৭৯৬ ও ০২৬৩২২৪১৯০৪ হেল্পলাইন নাম্বার চালু করেছে রেল। পরবর্তী সময়ে নতুন ব্রেকভ্যান সংযোগ করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে হামসাফার এক্সপ্রেস।