তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে (Firhad Hakim)। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে বাজার থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ অর্থাৎ ‘ওএসডি’ কালিচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তের (Firhad Hakim) বিরুদ্ধে শেক্সপিয়ার সরণী থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আধিকারিক।
যদিও (Firhad Hakim) ‘ওএসডি’ কালিচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, “আমি আগে কখনও এই ধরনের অভিযোগ শুনিনি। তারপরও যদি কোনও অভিযোগ থাকত, আমাকে দিত। আমি তদন্ত করাতাম। আমি এ ব্যাপারটা জানি না। একজন মানুষের নামে যদি এমনিই কোনও অভিযোগ আসে, যার কোনও ভিত্তি নেই, তাহলে আমি কী করে সরাব।”
এই ঘটনার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এর আগেও একাধিক ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাট হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাট হাকিমের রাজনৈতিক নীতি এক হলেও একাধিক সময় দুজনের মধ্যে মতপার্থক্য দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে, পুলিশ সূত্রের খবর, শেক্সপীয়ার সরনি থানায় অভিযুক্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মতি জানার পরেই অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনার পর সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কালি টাকা তোলে। তোপসিয়ায় তৃণমূল ভেঙে নতুন বিল্ডিং করার দায়িত্ব কালিকে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূলের ২০০ কোটি টাকার বিল্ডিং হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সাতটা ফ্ল্যাট রয়েছে। রাজারহাট ও নিউটিউনেও ফ্ল্যাট রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের সংখ্যা বেশি বলে বিরোধী দলনেতা দাবি করেছে।
তবে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘটনার পরেই শাসক দলের দুটো গোষ্ঠী প্রকাশ্যে এসেছে। সেই দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।