রবিবার সাতসকালে সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে (Firing Salmans Residense) দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। বলিউড ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয় সালমান খানকে এবং যথেষ্ট সমীহ করে চলেন ইন্ডাস্ট্রির লোকেরা। তবে পুরনো কিছু মামলার জেরে নির্যাতনের শিকার হচ্ছেন সল্লু মিয়াঁ। বারবার হুমকিও দেওয়া হচ্ছে ভাইজানকে (Firing Outside Salman Khans House)। সালমানকে প্রকাশ্যে এই ধরনের হুমকি দেওয়া থেকে বোঝা যায় যে জনসাধারণের মধ্যেও তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনতাই সালমানকে বানিয়েছেন আর সালমান জনসাধারণের মধ্যেই আছেন। আজ যখন সালমানের বাড়িতে এমন ঘটনা ঘটল, তখন সালমানের ভক্তরাও তাঁর সমর্থনে নেমেছেন। এ ছাড়া চলচ্চিত্র জগতের পূর্ণ সমর্থনও পাচ্ছেন তিনি।
বলিউড অভিনেত্রী এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু পূজা ভাট বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করেছেন। এতে সালমান খানের ছবি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন- ভয়ঙ্কর এবং নিন্দনীয়। নিরাপত্তার জন্য সালমানের বাসভবনের বাইরে পুলিশ ভ্যান দাঁড় করানোর পরও যদি এমনটা হয়, তাহলে এখানে নিরাপত্তার ব্যবস্থা একটা ভ্রম মাত্র। এর জন্য আমাদের বান্দ্রায় আরও ভালো নিরাপত্তা ও নজরদারি প্রয়োজন। আগে এই স্থানে ডাকাতি ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এখন সরাসরি গোলা গুলি শুরু হয়েছে। এই ঘটনা যথেষ্ট ভীতিকর।
Horrific and condemnable. If this can happen with a police van parked outside the Khan residence for protection then it is fair to say that safety is an illusion. Need more stringent surveillance in Bandra for certain. Robberies were rife a while ago and now a shoot out? Scary. https://t.co/rGaq7c9FkV
— Pooja Bhatt (@PoojaB1972) April 14, 2024
এই ঘটনায় সালমান খানের ভক্তরাও খুবই উদ্বিগ্ন এবং তারা সালমানের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন। এ ছাড়া সালমানের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছেন তারা। একজন ব্যক্তি সালমানের ঈদের ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে তার বারান্দা থেকে বের হতে দেখা যায় এবং লেখেন- নিরাপদে থাকুন টাইগার। আরেকজন লিখেছেন- পৃথিবীর কোনো মন্দ তোমার ক্ষতি করতে পারবে না। আপনার মতো কোটি কোটি মানুষ আপনার মঙ্গল কামনায় দোয়া করবেন। নিরাপদে থাকুন, দোলাতে থাকুন। তোমাকে ভালোবাসি. এক ব্যক্তি সমস্ত ভক্তদের কাছে আবেদন জানিয়ে বলেন- সালমান খানের সমস্ত ভক্ত মুম্বাই পুলিশ এবং একনাথ সিন্ডেকে ট্যাগ করে টুইট করেন এবং সালমানের বাড়ির নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। এবং তাঁকে Z+ নিরাপত্তা দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন।