কলকাতায় পৌঁছে গেল HMPV ভাইরাস। কলকাতায় পাঁচ মাসের এক শিশু এই ভাইরাসে (HMPV virus) আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে ভারতে দুই শিশু এই ভাইরাসে (HMPV virus) আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে চিনে এই ভাইরাসের (HMPV virus) প্রকোপ ভয়াবহভাবে দেখতে পাওয়া গিয়েছে। আপাতত ভারতে বড় ধরনের (HMPV virus) আশঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যেও কেন্দ্রের পক্ষ থেকে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি (HMPV virus)। এই কারণে রাজ্য স্বাস্থ্য দফতর আপাতত নজরদারির ওপরই (HMPV virus) নির্ভর করছে। এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশিকা জারি করেনি রাজ্য স্বাস্থ্য দফতরও (HMPV virus)।
সরকারি হাসপাতালগুলির চিকিৎসকদের দুটি বিষয়ের ওপর বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। এক, HMPV আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে কি না। দুই, আক্রান্তদের উপসর্গ বা অসুস্থতার মধ্যে কোনও নতুন ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কি না, যা বিগত বছরগুলির তুলনায় আলাদা।
স্বাস্থ্য ভবনের একাংশের বক্তব্য, চিনে HMPV-এর প্রকোপের কারণ হিসেবে কোন স্ট্রেন দায়ী তা এখনও জানা যায়নি। এই অবস্থায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে স্ট্রেন পরীক্ষা করা হলেও সেটি চিন থেকে আমদানি হয়েছে কি না, তা নির্ধারণ করা কঠিন। তাই আপাতত দুই প্রধান মাপকাঠিতে নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ভাইরাস বড় আকার ধারণ না করে, সেদিকে কড়া নজর রাখছেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা।
জানা গিয়েছে, এই ভাইরাসটি প্রবীণ ও শিশুদের আক্রমণ করছে। তবে চিনের তরফে এখনও কোনও সঠিক তথ্য দেওয়া হয়নি। যার ফলে করোনা ভাইরাসের মতো মারাত্মক কি না, তা এখনও জানা যায়নি। তবে করোনা ভাইরাসের সঙ্গে একাধিক মিল রয়েছে। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। এছাড়া প্রাথমিক উপসর্গ সর্দি, কাশি ও জ্বর। তবে চিকিৎসকরা জানিয়েছেন, করোনার মতো এখনও সতর্কতা অবলম্বন করতে হবে।