উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ফুল ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বনগাঁঃ হাওড়া জগন্নাথ ঘাটের পর ঠাকুরনগরের ফুল মার্কেট পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। করোনা সংক্রমণ হওয়ার পর থেকে এই ফুল মার্কেট প্রায় বন্ধের পথে।প্রায় চার মাস ঠাকুরনগরের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেটের কোন ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। তাই এই দিন ঠাকুরনগরে ফুল ব্যবসায়ীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করলেন।

যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন সমস্ত ফুল মার্কেট বা ফুলের দোকান খোলা থাকবে। সেখানে খোদ পুলিশ প্রশাসন ঠাকুরনগর ফুল মার্কেট এর ব্যবসায়ীদের বলছেন আপনারা ফুল মার্কেট বন্ধ করুন বা ফাঁকা কোন স্থানে গিয়ে বসুন।কিন্তু এখানকার ফুল ব্যবসায়ীদের অভিযোগ, আমরা অন্য কোন জায়গায় যাব? এই বৃষ্টির সময় প্রশাসন আমাদের জায়গাও দেখিয়ে দিতে পারছেন না কোথাও দোকান বসানোর জন্য। তবে আমাদের এই মার্কেট প্রচুর বড় এবং প্রচুর জায়গা। আমরা এই মার্কেটই সোশ্যাল ডিসটেন্স মেনে ব্যবসা করতে পারি।  কারণ, লোকাল কোন ট্রেন চলছে না সেই ভাবে ভিড় হওয়ার সম্ভাবনাও খুব কম এবং তাতে আমাদের সব নিয়ম মেনে ব্যবসা করতে অসুবিধা হবে না ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা ফুল ব্যবসায়ী বলেন, ‘আমাদের সঞ্চয় বলে কিছু নেই। রোজ ফুল বেচে যতটা উপার্জন করি তাতে করে সংসারটাই চলে।রেশনে না হয় চাল, গম, চিনি পাই।যদিও সেটাও আবার মাঝে মধ্যে পরিমানে কম পাওয়া যায়। কিন্তু বাকি তেল,সব্জিও তো কিনতে লাগে দু-বেলা খেতে গেলে সে টাকা কোথায় পাব? আর না। এরপর যদি আমাদের মার্কেট খুলতে না দেয় তাহলে প্রশাসনকে বলব আমাদের মেরে ফেলুন। করোনার থেকে বাঁচা যায় কিন্তু না খেয়ে বাঁচা যায় না। আর আমিই যদি মরে যাই তাহলে আমার ছেলে-মেয়েদের কে দেখবে? আমাদের মেরে ফেলুন দয়া করে আর বাঁচতে চাই না।’