বিশেষ প্রতিনিধি,ঢাকাঃ আজ সোমবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রাক্তন প্রাধানমন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেডএম জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা তাঁকে সিসিইউতে নিয়ে এসেছি। এখন উনার অবস্থা একটু ভালো মনে হচ্ছে।
গতমাসের ১১ এপ্রিল বাংলাদেশের সাবেক প্রাধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’য় তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর অধীনে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিল কিন্তু ফলাফল ফের পজিটিভ আসে।