প্রায় আড়াই মাস সিবিআই তাঁকে গ্রেফতার করেছে (RG Kar)। এবার হাইকোর্টে জামিনের আবেদন করলেন আরজি কর (RG Kar) কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন (RG Kar)। চলতি সপ্তাহে টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে (RG Kar)।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। প্রথমে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে। এরপর সিবিআইয়ের হাতে তদন্তভার যায়। সিবিআই তদন্ত শুরু করার পর ১৪ সেপ্টেম্বর আরজি কর কাণ্ডে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে আসা হয়। তারপর থেকে সিবিআই আরজি কর কাণ্ডে আর কাউকে গ্রেফতার করতে পারেনি। সিবিআইয়ের চার্জশিটে আরজি কর কাণ্ডের চার্জশিট পেশের সময় শুধু সঞ্জয় রায়ের নাম ছিল। আর কারও নাম সিবিআই উল্লেখ করেন।
এতদিন পর অভিজিৎ মণ্ডল জামিনের আবেদন করেছে। অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেলে চাপে পড়বে সিবিআই তা বলার অপেক্ষা রাখে না। সিবিআইয়ের তদন্তে আরজি করের নির্যাতিতার পরিবার সন্দেহ প্রকাশ করেছে। অভিজিৎ মণ্ডলের জামিনের পরেই সিবিআইয়ের প্রশ্ন নিয়ে বড় প্রশ্ন উঠবে বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, আজকেই বিধানসভায় যান আরজি করের নির্যাতিতার বাবা-মা। বিজেপি নেতা সজল ঘোষ তাঁদের বিধানসভায় নিয়ে আসেন। সেখানে তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। নিজেদের কথা, মেয়ের কথা বলতে নির্যাতিতার বাবা-মা। শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেয় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে নির্যাতিতার বাবা-মা দেখা করেন, তখন বিজেপির বাকি বিধায়করা উপস্থিত ছিলেন।