পল্লব হাজরা, বরানগর: পুর দুর্নীতি মামলায় ফের একবার তৎপরতা লক্ষ্য করা গেল সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির। এবার বরানগর পুরসভার মোট ৩২ জন পুরসভার কর্মীকে তলব করল সিবিআই(CBI)। ২০ থেকে ২৯ সেপ্টেম্বরে মধ্যে সিবিআই দপ্তরে হাজিরা নির্দেশ। সূত্রের খবর অনুযায়ী পুরসভায় কর্মরত শিক্ষক ক্লার্ক গাড়ি চালকের নাম রয়েছে সেই তালিকায়। প্রসঙ্গত ২০১৪ সালের পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি সহ যাবতীয় খুঁটিনাটি বিষয়ের প্রশ্নের ভিত্তিতে বয়ান রেকর্ড করতে পারে সিবিআই।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার অনয় শীল থেকে মিলেছে একাধিক তথ্য। সেই তথ্যের সাথে যোগসূত্র রয়েছে পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় এমনটাই অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
চলতি বছর ৭জুন বরানগর পুরসভার সহ কামারহাটি পানিহাটি উত্তর ও দক্ষিণ দমদম টিটাগর পুরসভায় তল্লাশি অভিযান চালায় সিবিআই এর আধিকারিকরা। বরানগর পুরসভায় প্রায় ১২ ঘন্টা তল্লাশি শেষে প্রচুর নথি নিয়ে বেরিয়ে যায় সিবিআই এর বিশেষ দল। তবে এক সাথে ৩২ জন পুরকর্মী সিবিআই এর দপ্তরে হাজিরা যা কার্যত নজিরবিহীন।