ওয়েব ডেস্ক: মাঝে মাত্র আর কয়েকটা দিন। তার আগেই আরও একবার লাইমলাইটে গহেরাইয়াঁ। ট্রেলার রিলিজের পর থেকেই এই গানের সুর ঘুরছে মুখে মুখে। মঙ্গলবার অবশেষে গোটা গানটি মুক্তি পেল। যার ভিউয়ার ইতিমধ্যে লাখের গন্ডি পেরিয়ে গিয়েছে। গানটি ‘ফ্রন্টলাইন’-এর একটি হিন্দি রূপান্তর। কণ্ঠ দিয়েছেন গানে লতিকা ঝা ।
‘গহেরাইয়াঁ’ গানটি প্রেম-আকাঙ্ক্ষা-অনুভূতি সম্পর্কে কথা বলে। গানটি তৈরি করেছেন কবীর ও সভেরা, ডিজাইন করেছেন অঙ্কুর তেওয়ারি এবং লিখেছেন কওসর মুনির। গানে বেহালা, অরগ্যান, রিভার্বের মতো দুর্দান্ত মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভিডিওতে দীপিকা-সিদ্ধান্তের রোম্যান্স। আর এসবের মিশেলে তৈরি হয়েছে রহস্যময় সুর ও সেনসেশনের।
‘গহেরাইয়াঁ’ ছবিতে আধুনিক শহুরে প্রেম এবং তার জটিলতাগুলিকে দেখানো হবে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়াকে। দীপিকা এবং অনন্যা ছবিতে বোনের ভূমিকায় অভিনয় করেছেন। ধৈর্যকে দীপিকার স্বামীর ভূমিকায় দেখা যাবে এবং সিদ্ধান্তকে অনন্যার বাগদত্তার ভূমিকায় দেখা যাবে।
ট্রেলারেই স্পষ্ট সিদ্ধান্ত ও দীপিকা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হবেন এবং সম্পর্কে জড়িয়ে পড়বেন।উল্লেখ্য, ‘গহেরাইয়াঁ’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। চরিত্রের ইমেজ বজায় রাখতে বেশ বোল্ড লুকেই প্রচার অনুষ্ঠান গুলোতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর তা নিয়েই শুরু হয়েছে গসিপ।
সপ্রতি ছবির প্রচারে কপিল শর্মার শোয়ে গিয়েছিলেন দীপিকা। যেখানে নায়িকাকে একটি কালো রঙের ওয়ান শোল্ডার লেদারের শর্ট বডিকন পোশাক পরেছেন। অভিনেত্রীর এই লুক তাঁর স্টাইলিস্ট শালিনা নাথানি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।
তবে এই পোশাক দেখে দীপিকাকে ট্রোল করতে ছাড়েনি নেটিজেনরা। তাদের বক্তব্য ‘দীপিকা কি পলিথিন পরেছেন।’অনেকে আবার প্রশ্ন তুলেছেন, ছবির প্রচারে এত ছোট পোশাক কেন পরছেন দীপিকা? সাহসী চরিত্র প্রোমোট করতেই কি ছোট পোশাক? এর আগে পোশাকের জন্য উরফি জাভেদের সঙ্গেও তাঁকে তুলনা করেছে নেটিজেন।