সারপ্রাইজ বলে প্রেমিককে (Howrah) ডেকে পাঠিয়ে চোখে কাপড় বেঁধে দেয় তরুণী। তারপর প্রেমিকের যৌনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে (Howrah)। হাওড়ায় ডোমজুড়ের পার্বতীপুরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ১৯ বছরের সোমাইয়া খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ (Howrah)। আহত প্রেমিক আবদুর রহমানকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কজনক (Howrah)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর দুয়েক ধরে আবদুর রহমানের সঙ্গে সোমাইয়ার প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে সম্পর্কের সেই উষ্ণতা নেই। সোমাইয়াকে গুরুত্ব দিচ্ছিলেন আবদুর। শনিবার সন্ধ্যায় আবদুর রহমানকে ডেকে পাঠান সোমাইয়া। স্থানীয় একটি জঙ্গলে ডেকে পাঠায়। জানায় সে সারপ্রাইজ দেবে। প্রেমিকার ফোন পেয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান আবদুর রহমান। তখন ফের সারপ্রাইজ দেওয়ার কথা বলে আবদুর রহমানের হাত গাছের সঙ্গে বাঁধে প্রেমিকা। এর পর যুবকের চোখও বেঁধে দেয় সে।
সোমাইয়া কেন এরকম করছে কিছুই বুঝতে পারে না প্রেমিক। এরপেই ব্লেড দিয়ে আবদুরের পুরষাঙ্গ কেটে ফেলে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকা থেকে চলে যান সোমাইয়া। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের আবদুর সমস্ত কথা খুলে বলেন। স্থানীয় হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সোমাইয়াকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য পড়ে গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, এই ধরনের ঘটনা আগে কখনও এলাকায় ঘটেনি। তরুণী যা করেছেন ক্ষমার অযোগ্য। ওদিকে তরুণীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নানা ভাবে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিলেন আবদুর রহমান।