ন্যাশনাল ডেস্ক: বৃহস্পতিবার ধানবাদ বিরসা মুন্ডা পার্কের কাছে একটি বাড়ির উপর বিকট শব্দে ভেঙে পড়ল গ্লাইডার। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধাকার্যে হাত লাগায় স্থানীয়রা।
বারওয়াড্ডা এয়ারস্ট্রিপ থেকে টেকঅফের পর ৫০০ মিটার যেতে না যেতেই ঘটে বিপত্তি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় নিলেশ কুমারের বাড়ি উপর আছড়ে পড়ে গ্লাইডারটি । গ্লাইডারটি মারাত্মকভাবে অতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছে দুই চালক সহ স্থানীয় এক শিশু। আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বহু মানুষ। গ্লাইডারের টুকরো হাতে তুলে নিয়ে দেখতে থাকেন অনেকে। ভিড় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।
Video courtesy – Twitter
ধানবাদ শহর আকাশ পথে ১০ মিনিটে ভ্রমণ করার সুযোগ করে দিত এই গ্লাইডার। ৮০ হর্স পাওয়ার একক ইঞ্জিন সম্পন্ন গ্লাইডারে রয়েছে দুইজন চালক সহ একজনের বাসার জায়গা।
স্থানীয় সূত্রে খবর বেশ কিছু সময় গ্লাইডার পরিষেবা বন্ধ থাকলে পরবর্তী সময়ে তা আবার চালু হয়। তবে বৃহস্পতিবার এই ঘটনায় পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় আতঙ্ক স্থানীয় মানুষ। ঘটনার পূর্নাঙ্গ তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।