গোটা বাংলা জুড়ে পুজোর আবহ। এই পুজোর কটা দিন বাঙালিরা নিজেদের দুঃখ, কষ্টকে ভুলে আনন্দে মেতে ওঠেন (Gram Banglar Durga Puja)। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতির কাজ । কালকাতার সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গে বিগ বাজেটের পুজোগুলো বেশ দেখার মতো। আলিপুরদুয়ার জেলার মধ্যে ফালাকাটার অন্যতম বিগ বাজেটের পুজো মসলাপট্টির পুজো(Gram Banglar Durga Puja) । এবারে তাদের(Gram Banglar Durga Puja) পুজোর থিম ‘সমাহারে সমারোহ ।’
মসলাপট্টির পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে পিতলের জিনিস দিয়ে। মণ্ডপের ভিতর দেবী দুর্গার দুটো মুখ মণ্ডল থাকছে। প্রায় দেড় লক্ষ পিতলের বেলপাতা দিয়ে দেবী দুর্গার মুখমণ্ডল তৈরি করা হবে। মণ্ডপের ভিতরের পরিবেশ আরও মায়াময় করে তুলতে আলো ও বিভিন্ন জিনিসের ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মণ্ডপের ভিতর থাকছে কয়েক হাজার মাটির প্রদীপ। প্যাণ্ডেলের সামনে দুটো বড়ো হাতির মূর্তি থাকছে। সামনে একটা সুদৃশ্য ঝাড়বাতি থাকবে বলেই উদ্যোক্তারা জানাচ্ছেন। ফালাকাটা মসলাপট্টি সর্বজনীন দুগোৎসব কমিটির তরফে জানা গিয়েছে, পুজোকে কেন্দ্র করে মানুষ মেতে ওঠে। সেই আবেগকে কাজে লাগিয়ে এবারের থিম করা হয়েছে। একটি পুজোয় বিভিন্ন উপকরণ যেমন থালা বাসন, কাঁসর ঘন্টা, ফুল বেলপাতা ইত্যাদি যা থাকে এইসবই থাকছে পুজো মন্ডপে। তবে সব কিছুই হবে পিতলের।
অন্যদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর সময় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর চারদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও উত্তরবঙ্গের পরিস্থিতি জটিল। প্রবল বৃষ্টির কারণে একাধিক নদীর জলস্তর বাড়ছে। অনেক জায়গাতে জল ঢুকতে শুরু করেছে। সব থেকে বাজে অবস্থা তিস্তা নদীর। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাজলডোবার পর থেক বাংলাদেশে নদীর গতিপথের দিকে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে ভূমি ধসের খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে অবহাওয়ার উন্নতি হবে। তবে পুজোর সময় নতুন করে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে।