ঝাড়গ্রাম: শাল মহুয়ায় ঘেরা বেলপাহাড়ির কাকড়াঝোড় পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। লম্বা ছুটির প্রয়োজন নেই, সপ্তাহান্তের ছুটিতেও অনেকেই আসতেন এই শান্ত মনোরম পরিবেশে। তবে ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় মাওবাদী প্রভাব থাকার জন্য মুখ ফিরিয়ে নেন পর্যটকরা। রাজ্যে পালা বদলের পর ফের আনাগোনা শুরু হয় পর্যটকদের। চাহিদার কথা মাথায় রেখে পর্যটকদের রাত্রিবাসের জন্য গড়ে তোলা হয় বেসরকারি অতিথি নিবাস। রয়েছে টেন্ট ক্যাম্পও। কিন্তু এই প্রথম পর্যটকদের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ৫২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো সরকারি অতিথি নিবাস। তারই উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ।
অতিথিশালার নকশা তৈরি করেছেন বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুদীপ গিরি। অতিথিশালায় রয়েছে তিনটি রুম, বাথরুম, ড্রয়িং রুম, কিচেন। আপাতত এখানে থাকতে পারবেন ৬ পর্যটক।
জেলাশাসক বলেন, ‘এই অতিথিশালা গড়ে ওঠার ফলে পর্যটকদের আসা-যাওয়া আরও বাড়বে। ফলে আমাদের ঝাড়গ্রাম জেলার পর্যটন আরও উন্নত হবে।’