নিউটাউনের (Newtown) লোহার ব্রিজের কাছে জঙ্গলের প্রায় ৩০-৪০ মিটার গভীরে উদ্ধার হল এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ। শুক্রবার সকালে এই দেহ (Newtown) উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে (Newtown) । তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে (Newtown)।
কীভাবে উদ্ধার হল দেহ?
শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় নাবালিকার মৃতদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহের পাশে পড়ে ছিল একটি কমলালেবু এবং নাবালিকার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছিল। পোশাক ছিল অবিন্যস্ত, যা দেখে সন্দেহ করা হচ্ছে যে, সম্ভবত তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে।
নাম-পরিচয় অজানা, তদন্তে পুলিশ
নিউটাউন থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত নাবালিকার নাম-পরিচয় জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজি কর হাসপাতালে। রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে, তাঁকে ধর্ষণ করা হয়েছিল কি না।
কীভাবে ঘটল এই নৃশংস ঘটনা?
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন এলাকাটি সাধারণত নির্জন থাকে। তাই কীভাবে, কোন পথ ধরে ওই নাবালিকাকে জঙ্গলের এত গভীরে আনা হল, এবং কারা এই নৃশংস ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই ঘটনার পর শহরজুড়ে বাড়ছে আতঙ্ক। পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে এলাকায় নজরদারি আরও কঠোর করেছে।
কলকাতাতে অপরাধের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বার বার সংবাদের শিরোনামে বার বার অপরাধের খবর জায়গা করে নিয়েছে। কলকাতার বুকে এক সপ্তাহে দুবার মহিলদাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই প্রসঙ্গে রজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।