টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০২৩ বিশ্বকাপের পর থেকে আইপিএল-এর ময়দান হোক বা ব্যক্তিগত জীবন, টানা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন হার্দিক পান্ডিয়া। বলতে গেলে প্রায় খাদের কিনারা থেকে উঠে এসে ভারতের ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার এই অলরাউন্ডারের। ভারত ট্রফি তো জিতেছেই, নিজের কেরিয়ারেও নতুন মাইলফলক ছুঁয়েছেন পান্ডিয়া (Hardik Pandya)। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হার্দিক পান্ডিয়া।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ২০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। বিশ্বকাপজুড়েই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স ছিল দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বিশ্বকাপে দেড় শর বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করা পান্ডিয়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এমন পারফরম্যান্সের স্বীকৃতি র্যাঙ্কিংয়েও পেয়েছেন এই অলরাউন্ডার। প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১ নম্বর অলরাউন্ডার হয়েছেন পান্ডিয়া।
বুধবার প্রকাশিত আইসিসি’র নতুন র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে পান্ডিয়া। তার বর্তমান রেটিং পয়েন্ট ২২২। তবে এককভাবে নয়, ২২২ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করছেন পান্ডিয়া। এ ছাড়াও বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে ও ব্যাটিংয়ে ২ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন এই ভারতীয় ক্রিকেটার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৩), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৪) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৫)। মূলত আফগান অলরাউন্ডার মহম্মদ নবী চার ধাপ পিছিয়ে দুই থেকে ছয়ে নেমে যাওয়ায় সাকিব ছয় থেকে পাঁচ উঠেছে।
Beast with the bat. Beast with the ball 😮💨
Presenting the new joint-No.1 Ranked Men's T20I All-Rounder, Hardik Pandya 💪#T20WorldCup | 🔗: https://t.co/josnW8GAzf pic.twitter.com/mIb3jZc1Cs
— ICC (@ICC) July 3, 2024
টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষে কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ ধরে রেখেছেন ১ নম্বর জায়গাটা। বোলিংয়ে বড় লাফ দিয়ে দুইয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া। বিশ্বকাপে ১৫ উইকেট নেওয়া ফাস্ট বোলার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
এ ছাড়াও উন্নতি হয়েছে বিশ্বকাপজয়ী ভারতের চার বোলার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংও। এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। তিন ধাপ এগিয়ে আটে উঠেছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব।
অবিশ্বাস্য এক বিশ্বকাপ কাটিয়ে সেরা খেলোয়াড় হওয়া পেসার জাসপ্রিত বুমরাহ ১২ ধাপ এগিয়ে উঠেছেন ১২ নম্বরে। তার ঠিক পরের স্থানটাতেই আছেন যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ভারতীয় পেসার আর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ৫ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।