কলকতা: বৈশাখের শুরুতে প্রায় ৪৩ ডিগ্রিতে ‘পুড়ছে’ বাংলা৷ আগামী ১৭ ও ১৮ এপ্রিল কিছু জেলায় তাপপ্রবাহ(Heatwave warning)চলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর৷ এই পরিস্থিতিতে তাপপ্রবাহের আশঙ্কায় জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব বি পি গোপালিকা৷ এই বৈঠকে জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যে বর্ধমানের পানাগড়ে পারদ ছুঁয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ মেদিনীপুরেও ৪১.৬ ডিগ্রি৷ বাঁকুড়ার বিষ্ণুপুরে তাপমাত্রা পৌঁছেছে ৪১.৫ ডিগ্রিতে৷ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি, দমদমে ৩৯.৫ ডিগ্রি৷ আসানসোলেও ৪০.২ ডিগ্রি৷
১৭ এবং ১৮ এপ্রিল তাপপ্রবাহ চলতে পারে দুই মেদিনীপুরে, দক্ষিণ ২৪ পরগন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে৷ ১৯ এপ্রিলও তাপপ্রবাহের কবলের পূর্বাভাস দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ৷ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
এই তাপপ্রবাহের কথা মাথায় রেখে মঙ্গলবার জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব বি পি গোপালিকা৷ ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সহ জেলাশাসকরাও৷ কোথাও পানীয় জলের সমস্যা দেখা দিলে জলের গাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছে৷ গাড়ি পাঠানোর সমস্যা থাকলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের যে পাউচ প্যাকেট আছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার কথা বলা হয়েছে এদিনের বৈঠকে৷
অন্যদিকে, অটোয় করে যাওয়ার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা৷ অটোচালকের ও বাকি যাত্রীদের সহযোগিতায় তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শেখ শাকিলা বিবি (৬২)৷ সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা৷