পল্লব হাজরা, পানিহাটি: পাহাড় কে না ভালোবাসে! ব্যস্ততার বাঁধন দূরে ঠেলে দিয়ে ভ্রমণ পিপাসু পর্যটকেরা বেরিয়ে পরেন পাহাড়ের টানে। তবে সেই পাহাড়ের দেখা মেলে উত্তর শহরতলীতে! না এটা কোন আসল পাহাড় নয়। দুর্গাপুজোয় দর্শনার্থীদের সামনে পাহাড়ি সভ্যতা উপহার নিয়ে হাজির হতে চলেছে পানিহাটি শহীদ কলোনী সার্বজনীন। শহীদ কলোনীতে আসলে দেখা মিলছে গগনচুম্বী পাহাড় আর সেই পাহাড়ে ঘটেছে সভ্যতার মেলবন্ধন। বৌদ্ধ মন্দির, টয় ট্রেন সহ রজ্জুপথের দেখা মিলবে এই পাহাড়ে।
খবর এইসময়ের ক্যামেরার সামনে পানিহাটি শহীদ কলোনী সার্বজনীনের সম্পাদক তন্ময় দাস জানান ৭৩তম বর্ষে দর্শনার্থীদের উপহার পাহাড়ি সভ্যতা । এই পাহাড়ে দেখা মিলবে ঝর্ণা, বৌদ্ধ মন্দির, টয় ট্রেন , রজ্জু পথের মতো যান। মণ্ডপে আগত দর্শক পাহাড়ে উঠে মাতৃপ্রতিমা দর্শন করার সুযোগ পাবে। প্রতিমায় থাকছে থিমের ছোঁয়া। পুজোয় সাধারণ মানুষের ঢল নামবে এবং দর্শনার্থীরা উপভোগ করবেন এই পাহাড়ি সভ্যতা এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা।