আরজি কর কাণ্ড (Hunger Strike) নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন শিল্পীদের একাংশ। শুধু তাই নয়, বার বার তাঁরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে (Hunger Strike) সমর্থন করেছিলেন। বার বার ছুটে গিয়েছিলেন ধর্মতলার অনশন মঞ্চে (Hunger Strike)। এবার বিদীপ্তা চক্রবর্তী, চৈতী ঘোষাল, দেবলীনা দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, তানিকা বসু, বিরসা দাশগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়রা শুধু জল খেয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একদিনের প্রতীকী অনশন (Hunger Strike) করবেন। ১৯ অক্টোবর শনিবার ইতিমধ্যে তাঁরা প্রতীকী অনশনে ১০টা থেকে বসেছেন। রবিবার সকাল ১০টা পর্যন্ত তাঁরা টানা অনশন করবেন।
এই মুহূর্তে তাঁরা জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে অবস্থান করছেন। সেখান থেকে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এদের কে চেনেন নিশ্চয়ই ? বিশ্বাস করুন, গত ১৪ দিন, জল ছাড়া কিচ্ছু খায়নি। বই পড়ছে। গান শুনছে। বসে রয়েছে সুদিনের দিকে তাকিয়ে, বসে রয়েছে অভয়ার ন্যায়বিচারের জন্যে, বসে রয়েছে আমার-আপনার একটা উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। আমরা কি কিছু করতে পারলাম ওদের জন্যে? উলটে, ওদের মনোবল ভাঙার জন্যে সব করেছি। এখনো করছি। তাই না? এখনো মুখপাত্ররা ডিনার করার পর মুখ খুললেই ওদের বিরুদ্ধে কথা বলছে। লজ্জা হয়? তাই বলি কি, মানুষের ডাকে যদি মানুষ না আসে,অমানুষ বলিয়া তাকে ডাকো ভীমনাদে।’
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা বড় হুঙ্কার দিয়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন। এখনও সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। এই প্রসঙ্গে শনিবার রাতে একটি সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স ডক্টরস ফ্রন্ট-সহ সমস্ত সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে, সোমবার পর্যন্ত সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব কটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে। সব কটা দাবি মেনে নিতে হবে। আশা রাখছি, মঙ্গলবারের পর যে কর্মসূচির কথা আমরা বলছি, সে দিকে এগোতে হবে না। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সংগঠন, সরকারি-বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে সর্বিকভাবে ধর্মঘট ডাকব।”