খবর এইসময়, নিউজ ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান!রীতিমত সাংবাদিক বৈঠক করে এবার রাজনীতি থেকে নির্বাসন নিচ্ছেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।নিজের উদ্যোগে রবিবার বারাকপুর গার্লস স্কুল সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে বিধায়ক একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই কর্মীদের জানান, তৃণমূলের হয়ে আর তিনি ভোটে দাঁড়াবেন না। স্বাভাবিকভাবেই শীলভদ্র দত্তের এরূপ মন্তব্যের জন্য জল্পনা শুরু হয়েছে এবার দলবদল নিয়ে । তবে সে জল্পনায় জল ঢেলে সাংবাদিক বৈঠক করে শীলভদ্রবাবু ওই দিনই জানান, তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে থাকবেন তিনি।
রাজ্য রাজনীতিতে মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে যাওয়ার পর সেই একইরকম সুর শোনা গেল শীলভদ্র দত্তের গলায়।এদিন তার বক্তব্যের মধ্যে বারংবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে শীলভদ্র বলেন, “আমি দলের সুসময়ে দলকে ছেড়ে দিচ্ছি।দলের দুঃসময়ে যাচ্ছিনা।রাজনীতিতে সম্মান অনেক বড়।যার রাজনীতিতে বিন্দুমাত্র জ্ঞান নেই আমি তার কথা শুনে রাজনীতি করতে পারছিনা। আমি নীচ থেকে রাজনীতি শুরু করে সিঁড়ি ভাঙতে ভাঙতে আজ উপরে এসেছি। হঠাৎ করে কারও সন্তান, ভাই, শালা হিসেবে রাজনীতিতে আসিনি। কোনও অর্থনৈতিক দুর্নীতিতেও জড়াইনি। দলের মধ্যে কাজ করতে গিয়ে কিছু প্রতিকূলতা তৈরি হয়েছিল। দলের নেতৃত্বকে অনেকবার জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থাই নেননি কেউ । তাই আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে দলের সাধারণ কর্মী হিসেবে থাকতে পারি।”
