এখন আপনিও পারবেন রাইফেল (rifle) শুটার (shooting) কিংবা তীরন্দাজ (Archery) হতেএখন সর্বসাধারণের জন্য খুলে গেল শতাব্দী প্রাচীন ইছাপুর (Ishapore) রাইফেল ক্লাব (Club)। তবে শুধু রাইফেল শুটিং নয় প্রশিক্ষণ নেওয়া যাবে তীরন্দাজীরও। সোমবার পতাকা উত্তোলনের পর ফিতে কেটে শতাব্দী প্রাচীন এই ক্লাবের নব সাজে সজ্জিত রাইফেল শুটিং সেই সঙ্গে তীরন্দাজির একটি শিবিরের উদ্বোধন করেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কার্যনির্বাহী নির্দেশক প্রফুল্ল কুমার বেহেরা। মূলত রাইফেল ফ্যাক্টরির কর্মীই নয় সর্বসাধারণের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে রাইফেল শুটিং এবং তীরন্দাজি বেশি করে আগ্রহ বাড়ানোর জন্যই এমন উদ্যোগ বলে জানান ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কার্যনির্বাহী নির্দেশক পি কে বেহেরা।
