খবরএইসময় ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া অনেকটাই সহজ । বিভিন্ন সামাজিক মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপনা করা যায় শিল্পকলা। তার মধ্যে অতি জনপ্রিয় ইউটিউব(YouTube)।
তবে মঙ্গলবার সকালে আচমকাই উধাও হয়ে গেল জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল(YouTube Channel)। ঘটনায় হতাশ হয়ে পরেন ইমন। ফেসবুকে প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, ” আজ সকালে ইউটিউবের তরফ থেকে একটি মেইল পেলাম। ওরা ওদের প্লাটফর্ম থেকে আমার চ্যানেলটি সরিয়ে নিয়েছে। জানিনা কি করেছি, বা কি নিয়ম লঙ্ঘন করেছি। মেইল এসে ইউটিউব গায়েব হয়ে গেল সত্যি ঘটনাটি অনভিপ্রেত”।
১৩বছর ধরে সচল ছিল ইউটিউব চ্যানেলটি। শিল্পীর গান, অনুষ্ঠান ছিল সেই চ্যানেলে। পুরো টিমের পরিশ্রম রয়েছে এই চ্যানেলের প্রতি। ফলে বিষয়টি নিয়ে যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলেন গায়িকা।ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভক্ত , সহকর্মী পাশে এসে দাঁড়ায় ইমনের।
বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরে আসে শিল্পীর ইউটিউব চ্যানেল। ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে ইমন জানান, বিষয়টি নিয়ে তিনি ও তাঁর টিম সকলেই খুব চিন্তিত ছিলেন। এই সময় ভক্ত , অনুরাগী , সংবাদমাধ্যম তার পাশে এসে দাঁড়ানোয় সকলের প্রতি শিল্পী কৃতজ্ঞ। সমস্যা সমাধান করে ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতে পেরে ইউটিউব সংস্থাকেও ধন্যবাদ জানান শিল্পী। তিনি আরও বলেন একটি ইউটিউব চ্যানেল দাড় করানোর পিছনে অনেকটাই কঠিন পরিশ্রম করতে হয়। সেই কাজটিতে পুরো টিম সফল।
চ্যানেল ফিরে পেয়ে হতাশা ঝেড়ে ফেলে আনন্দে আপ্লুত শিল্পী ইমন চক্রবর্তী।