নয়াদিল্লি: একটি মশার ধূপ যে এভাবে মানুষের প্রাণ কেড়ে নেবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি অনেকে। শুক্রবার সকালে সেই ধূপ কেড়ে নিল ৬টি তরতাজা প্রাণ।
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্তা জয় তির্কি (Joy Tirkey) জানান, দিল্লির শাস্ত্রীপার্ক(Shastri Park) অঞ্চলে রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন সেই সময় জ্বলন্ত মশার ধূপ ম্যাট্রেসের উপর এসে পড়ে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে ঘর । অতিরিক্ত কার্বন মনোক্সাইডের প্রভাবে প্রথমে শ্বাসরুদ্ধ ও পরে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু ঘটে।
সকালে শাস্ত্রীপার্ক অঞ্চকের ওই বাসভবন থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশ ও দমকলে। ৮জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করে। দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক মহিলা সহ এক শিশু। মর্মান্তিক ঘটনায় শোকের চাদরে ঢেকেছে গোটা শাস্ত্রীপার্ক অঞ্চল।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।