পল্লব হাজরা, বরাহনগর: স্থানীয় মানুষের সমস্যার কথা ও অভিযোগ জানাতে রবিবার ওয়ার্ড সেবা অ্যাপের সূচনা হল বরহানগর ২১ নং ওয়ার্ডে। ওয়ার্ড সেবার (WardSeva) মাধ্যমে স্থানীয় বাসিন্দা কাউন্সিলরের সাথে সরাসরি সংযোগ করতে পারবেন।
জন্ম মৃত্যু সার্টিফিকেট এর জন্য কাউন্সিলর সমর্থন থেকে স্থানীয় রাস্তাঘাট মেরামত,জলাবদ্ধতা,আবর্জনা সংগ্রহ,বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদির বিরুদ্ধে অভিযোগ দায়ের সমস্তটি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায় বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক বরাহনগর পুরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।
এদিন অ্যাপ উদ্বোধনের সাথে সাথে ওয়ার্ড এর প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে এক বনভোজনের আয়োজন করা হয়।
সাংসদ অধ্যাপক সৌগত রায় জানান, দিলীপ নারায়ণ বসুর নেতৃত্বে প্রতিবছর অঞ্চলের প্রবীণ নাগরিকদের নিয়ে বনভোজনের আয়োজন করেন যা হৃদয়কে স্পর্শ করে যায়। ওয়ার্ড সেবা অ্যাপ সম্পর্কে অধ্যাপক জানান উদ্যোগটি প্রশংসনীয় তবে সাধারণ মানুষ তা ব্যবহারের পর বিষয়টি আরো বোঝা যাবে কারণ অনেকেই এই ধরনের অ্যাপ ব্যবহার করতে তৈরি থাকেন না।
অনুষ্ঠানের উদ্যোক্তা দিলীপ নারায়ণ বসু জানান, প্রযুক্তির অগ্রগতির সময় দাঁড়িয়ে এই অ্যাপের ব্যবহারে অনেকটাই উপকৃত হবেন ওয়ার্ডের মানুষ। এটি একটি পাইলট প্রজেক্ট যা বরাহনগর ২১নং ওয়ার্ডে শুরু হলেও ধীরে ধীরে আরো বিস্তার লাভ করবে।
রবিবার দুপুরে অনুষ্ঠানে প্রবীণ মানুষদের ভিড় ছিল চোখে পরার মতো। সামনে থেকে সাংসদ ও বিধায়ক কে পেয়ে বেশ খুশি প্রবীণ নাগরিকেরা।