চেন্নাইয়ে নামার আগে দুইজনের মোট খেলা টেস্ট ম্যাচের (IND VS BAN) সংখ্যা ১৭২। বাংলাদেশের বিরুদ্ধে ডুবতে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপকে এই অভিজ্ঞতার জোরেই ভাসিয়ে তুললেন অশ্বিন-জাদেজা জুটি। দলের স্কোর ৬ উইকেটে ১৪৪ থেকে টেনে নিয়ে গেলেন ৩৩৯ রানে। অশ্বিনের ব্যাট থেকে এল কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি (১০২*) আর জাদেজার ব্যাটে কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরির (৮৬*) অপেক্ষা।
চেন্নাই অশ্বিনের নিজের শহর। চেনা মাঠ, চেনা মানুষ। বাংলাদেশ-ভারত (IND VS BAN) দুই টেস্ট সিরিজের প্রথমটি আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে চেন্নাইয়ে। ম্যাচ শুরুর আগে অশ্বিনকে এক্স-ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছেন অনেকেই। সেটিই প্রতিফলিত হলো। তিন বছর পর সেঞ্চুরির দেখা পেলেন অশ্বিন, ২০২১ সালে করা সর্বশেষ শতকটিও ছিল চেন্নাইয়ে। সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে।
A stellar TON when the going got tough!
A round of applause for Chennai's very own – @ashwinravi99 👏👏
LIVE – https://t.co/jV4wK7BgV2 #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/j2HcyA6HAu
— BCCI (@BCCI) September 19, 2024
অশ্বিন যখন আজ মাঠে নামেন, ভারতের তখন বিষণ্ণতা। ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো খাদের কিনারায় দল। বাংলাদেশি পেসারদের বোলিংয়ে নাভিশ্বাস ওঠে ভারতীয় টপঅর্ডারের। ঠিক সেখান থেকে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন (IND VS BAN) অশ্বিন। দিন শেষ করেন ১১২ বলে ১০ চার ও দুই ছক্কায় অপরাজিত ১০২ রানে। ভারতও পায় ৩৩৯ রানের সংগ্রহ। জাদেজাকে নিয়ে সপ্তম উকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটি। জাদেজা অপরাজিত আছেন ৮৬ রানে।
প্রথম দিনের খেলা শেষে অশ্বিন বলেন, ‘বাউন্স ছিল পিচে। শট খেলতে শুরুতে ঝামেলা হচ্ছিল। চেন্নাইয়ের উইকেট সবসময়ই দারুণ। বাউন্স, গতি, লাইন—বোলারদের সুবিধা দেয়। তবে, এমন পরিস্থিতিতে খেলতে আমি পছন্দ করি। জাদেজা আমাকে বেশ অনুপ্রেরণা দিচ্ছিল। সে আমাকে সাহায্য করেছে। গত কয়েক বছরে আমাদের অন্যতম সেরা ব্যাটার জাদেজা। আমরা কাল সতেজভাবে দিন শুরু করব।’