Homeখেলার খবরIND Vs BAN: বাংলাদেশের মুখের হাসি কেড়ে নিলেন অশ্বিন-জাদেজা

IND Vs BAN: বাংলাদেশের মুখের হাসি কেড়ে নিলেন অশ্বিন-জাদেজা

Published on

দলীয় স্কোর একশ হওয়ার আগেই নেই ৪ উইকেট, দেড়শ ছাড়ানোর আগেই (IND Vs BAN) উইকেট পড়ল আরও দুটি। ভারতকে তখন দুইশর মাঝে বেঁধে ফেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ। সেই মুহূর্তে ক্রিজে এলেন ভারতের দুই অভিজ্ঞ স্পিন অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। এই জুটিতেই ম্লান হলো নাজমুলদের হাসি। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে চালকের আসনে বসল ভারত।

চেন্নাইয়ের বদলে যাওয়া স্পোর্টিং উইকেটে টস জিতে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে গতির ঝড় তুললেন হাসান মাহমুদ। প্রথম সেশনেই (IND Vs BAN) রোহিত শর্মা (৬), শুভমান গিল (০) এবং বিরাট কোহলিকে (৬) ফিরিয়ে ভারতকে কাঁপিয়ে দিলেন এই তরুণ পেসার। পরের সেশনেও পড়ল তিন উইকেট। প্রায় দুই বছর পর টেস্টে ফেরা ঋষভ পন্থকে (৩৯) চতুর্থ শিকার ধরলেন হাসান।

Image

এরপর মেহেদি মিরাজ আর নাহিদ রানা তুলে নিলেন যথাক্রমে লোকেশ রাহুল (১৬) আর ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৫৬)। ১৪৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় ভারত (IND Vs BAN)। ঠিক সেই সময়েই পাল্টা আক্রমণ শুরু করলেন অশ্বিন-জাদেজা। ৫৮ বলে অর্ধ শতরান পূরণ করার পর অশ্বিন ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন ১০৮ বলে। চেন্নাইয়ে প্রথম দিনের শেষে তিনি ১০২ রানে অপরাজিত। অন্যদিকে ৭৩ বলে ফিফটি করা জাদেজা অপরাজিত ৮৬ রানে।

Image

অশ্বিন-জাদেজার (IND Vs BAN) অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ২২৭ বলে ১৯৫ রান। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ জুটি। বল হাতে ১৮ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। ৮ ওভার বল করা সাকিব ছিলেন খরুচে। ৫০ রান দিয়ে তিনি উইকেটশূন্য। এক উইকেট নেওয়া নাহিদ রানা ১৭ ওভারে দিয়েছেন ৮০ রান। মিরাজ ২১ ওভারে ৭৭ রানে নিয়েছেন ১ উইকেট।

Latest News

Rupankar Bagchi: কেকে-র পর শ্রেয়া ঘোষালকে নিয়ে বিতর্কিত মন্তব্য! নেট পাড়ায় তীব্র কটাক্ষ রূপঙ্করকে

শুধু বাংলা নয় বলিউডের এক নম্বর গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। তাঁকে নিয়ে মন্তব্য করলেন...

RG Kar: সাংবাদিকদের সামনে মুখ খুলতেই বিশেষ ব্যবস্থা! কালো কাঁচে ঢাকা গাড়িতে আনা হল সঞ্জয়কে

আদালত থেকে বেরিয়ে প্রিজনভ্যানে ওঠার সময় মুখ খুলেছিলেন আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয়...

Manipur Violence: জিরিবাম এনকাউন্টারের একদিন পর ২ জনের মৃতদেহ উদ্ধার, ৬ নিখোঁজ

মঙ্গলবার সকালে মণিপুরের (Manipur Violence) জিরিবাম জেলায় দুই বেসামরিক নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।...

Narendra Modi: কংগ্রেসের চিন্তাধারা কৃষকদের অবস্থা খারাপ করেছে, মহারাষ্ট্রে ভোট প্রচারে বললেন মোদী

মহারাষ্ট্রের সোলাপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মহারাষ্ট্রের মহাযুতির একটি স্থিতিশীল সরকার...

More like this

RG Kar: সাংবাদিকদের সামনে মুখ খুলতেই বিশেষ ব্যবস্থা! কালো কাঁচে ঢাকা গাড়িতে আনা হল সঞ্জয়কে

আদালত থেকে বেরিয়ে প্রিজনভ্যানে ওঠার সময় মুখ খুলেছিলেন আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয়...

Bus accident: দুই বাসের রেষারেষি! প্রাণ গেল চতুর্থ শ্রেণির পড়ুয়ার

ফের কলকাতা শহরে দুর্ঘটনার (Bus Accident) বলি শিশু। সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় (Bus Accident) চতুর্থ...

NIA: পাড়ার ক্যাটারিংয়ের কাজ করা ভালো ছেলেটা আল-কায়দার মিডলম্যান! চমকে উঠছেন প্রতিবেশীরা

বাবা গত হয়েছেন অনেকদিন হল। মা ভিক্ষা করেন। ছেলে ক্যাটারিংয়ের কাজ করেন (NIA)। এইভাবেই...