IND Vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ক্লিন সুইপের সুযোগ, দলে ফিরতে পারেন শুভমান

নতুন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে, ভারতীয় দল শ্রীলঙ্কার (IND Vs SL) মাটিতে খুব ভালভাবেই নিজেদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার অর্থাৎ ৩০ জুলাই সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। শ্রীলঙ্কার (IND Vs SL) দুর্বলতার সুযোগ নিয়ে তিন ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করতে চাইবে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। বৃষ্টিতে বিপর্যস্ত দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছিল ভারত।

SL Vs India Suryakumar

 

ভারত এখনও পর্যন্ত সব বিভাগেই ভালো খেলেছে। গত দুটি ম্যাচে (IND Vs SL) কখনই চাপে পড়তে দেখা যায় নি ভারতকে। সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে ৫৮ এবং দ্বিতীয় ম্যাচে ২৬ রান করেন। এই কারণেই প্রথম ম্যাচে সূর্য ও যশস্বীর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত ২০০-র বেশি রান করতে পেরেছিল দল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে।

গত ম্যাচে দলে দুটি পরিবর্তন এনেছিল ভারত। আহত সহ-অধিনায়ক ও ওপেনার শুভমান গিলের জায়গায় দলে এসেছিলেন সঞ্জু স্যামসন। বৃষ্টির কারণে এক ঘণ্টা অপেক্ষা করার পর স্যামসন যখন ব্যাট করার সুযোগ পান, তখন তিনি খাতা না খুলেই আউট হয়ে যাওয়ায় গিল তৃতীয় ম্যাচে (IND Vs SL) দলে ফিরবেন কিনা তা দেখার বিষয়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন পাথুম নিসাঙ্কা (১১১) ও কুশল পেরেরা (৭৩)। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হল মাঝের ওভারে ভালো করতে না পারা।