খবর এইসময় ডেস্ক: ভারত-চিন সীমান্তে বড় পদক্ষেপ। লাদাখের (Ladakh) গোগরা-হট স্প্রিংস (Gogra-Hotsprings) এলাকায় পেট্রলিং পয়েন্ট-১৫ থেকে ভারত (Indian Army) ও চিনের সেনারা (PLA) একে অপরের থেকে আরও দূরে সরে যাওয়া শুরু করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে, ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের (India China Corps Commander Level Meeting) ১৬ তম রাউন্ডের বৈঠকে ঐকমত্যের পরে গোগরা-হটস্প্রিংস এলাকায় ভারতীয় ও চিনা সেনারা সমন্বিত ও পরিকল্পিত উপায়ে সরে যেতে শুরু করেছে, যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থার জন্য সহায়ক। গত ১৭ জুলাই ভারত ও চিনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের ১৬ তম রাউন্ডের বৈঠক হয়েছিল।
২০২০ সালের মার্চ মাস থেকেই পূর্ব লাদাখের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত ও চিন সেনার অচলাবস্থা চলছিল। গালওয়ান সংঘর্ষ দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে নিয়ে গিয়েছিল। তারপর থেকে কর্পস কমান্ডার পর্যায়ের ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে লাদাখের ভারত-চিন সীমান্ত অঞ্চল। এর আগে প্যাংগং লেক এলাকা থেকেও দুই দেশ সেনা প্রত্যাহার করেছিল। যদিও এখনও কিছু জায়গায় মুখোমুখি অবস্থানে রয়েছেন সেনারা।
Today, as per consensus reached in 16th round of India China Corps Commander Level Meeting, Indian& Chinese troops in area of Gogra-Hotsprings (PP-15) have begun to disengage in a coordinated&planned way,which is conducive to peace&tranquility in the border areas:Defence Ministry
— ANI (@ANI) September 8, 2022
আগামী সপ্তাহেই উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক সম্মেলনে মুখোমুখি হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সম্মেলনের পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথাও রয়েছে। তার মাত্র কয়েকদিন আগেই এই বিবৃতি এল। যা দুই দেশের সম্পর্কের উত্তেজনা প্রশমণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।