India-US Trade Agreement: আমেরিকার শুল্ক আরোপ শুধু রুশ তেল নয়, নেপথ্যে বাণিজ্য চুক্তির টানাপোড়েন!

ডেস্ক রিপোর্ট: ভারতের ওপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পেছনে কেবল রাশিয়া থেকে তেল কেনা নয়, এর পেছনে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির (India-US Trade Agreement) দীর্ঘসূত্রিতা। সম্প্রতি এমনটাই জানালেন ট্রাম্প সরকারের অর্থসচিব স্কট বেসেন্ট। তার এই মন্তব্যে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর পেছনে লুকোনো কারণটি এখন প্রকাশ্যে।

৫০% শুল্ক কেন?

ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে আর্থিক সহায়তা দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তারা ভারতীয় পণ্যে প্রথমে ২৫% এবং পরে জরিমানাসহ মোট ৫০% শুল্ক বসানোর কথা ঘোষণা করে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে মার্কিন অর্থসচিবের সাম্প্রতিক মন্তব্য বলছে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কেবল একটি কারণ। অন্য মূল কারণটি হলো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে উভয় দেশের মতবিরোধ।

বাণিজ্য চুক্তিতে অচলাবস্থা

সূত্রের খবর, ট্রাম্প প্রশাসন চাইছে ভারত তাদের কৃষি, দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার পুরোপুরি খুলে দিক। কিন্তু ভারত এতে নারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এমন কোনো একপাক্ষিক চুক্তি করা হবে না, যা কেবল আমেরিকার জন্যই লাভজনক। এই বিষয়ে দু’দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা হলেও কোনো রফাসূত্র মেলেনি। নয়াদিল্লির এই অনমনীয় অবস্থানই ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে এবং ফলস্বরূপ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক বসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের অর্থনীতিতে প্রভাব

গত এক অর্থবছরে ভারত আমেরিকায় ৭.৬ লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট জিডিপি’র প্রায় ২%। এই রপ্তানির মধ্যে রয়েছে পোশাক, ওষুধপত্র, রত্ন, গয়নাগাটি এবং পেট্রোকেমিক্যাল পণ্য। তাই হঠাৎ করে ৫০% শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি আয়ে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও মোদী সরকার দাবি করেছে, এই নতুন শুল্কনীতিতে ভারতীয় অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না।

ভারতীয় পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্কের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামনের দিনগুলোতে এই শুল্কের প্রভাব এবং বাণিজ্য চুক্তি নিয়ে নতুন কোনো আলোচনা হয় কিনা, তা দেখার অপেক্ষায় থাকবে উভয় দেশ।