India win in Semi: রোহিতের কথায় আক্রমণাত্মক ক্রিকেতেই সাফল্য, সতীর্থদের কৃতিত্ব দিলেন অক্ষর

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে (India win in Semi) ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। এবার ইংরেজ শাসনের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে ভারত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

He Knows His Limitations, Doesn't Play Like Virat Kohli': Former India  Cricketer Kapil Dev Praises Rohit Ahead Of Semifinal Against England

ইংল্যান্ডকে হারানোর পর ভারত অধিনায়ক বলেন, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।’

Image

পুরো আসরজুড়েই ব্যর্থ বিরাট কোহলি। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না রোহিত। তিনি বলেন, ‘কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।’

How Rohit Sharma re-tuned his batting strategy to make a gem of a  half-century in big win over England | Cricket News - The Indian Express

সেমিতে দলগত ক্রিকেট খেলেছে ভারত। গায়ানার উইকেটের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পেরেছে তারা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে বলে মনে করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন অক্ষর প্যাটেল। তাতে ম্যাচের সেরার পুরস্কার উঠেছে তার হাতে। ম্যাচের সেরা হয়ে অক্ষর বলেন, ‘আমি আগে অনেকবার পাওয়ার-প্লেতে বল করেছি। জানতাম উইকেট থেকে সাহায্য পাব। তাই বেশি কিছু করার চেষ্টা করিনি। পিচ মন্থর ছিল। সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি। গতি কমিয়ে বল করেছি।’

Image

ব্যাটিংয়ে ভারতকে বড় রানের ভিত গড়ে দেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। আর সূর্যের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৭ রান। ম্যাচ জয়ে তাদের কৃতিত্ব দিলেন অক্ষর। তিনি বলেন, ‘এই পিচে ১৫০-১৬০ রান যথেষ্ট ভাল। রোহিত আর সূর্যকুমারের জুটি আমাদের ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। তাদের ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। খুব ভালো ব্যাটিং করেছে তারা। মারার বল পেলে যেমন চার-ছয় মেরেছে, তেমনই প্রতি বলে রান নিয়ে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করেছে।’