ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ করতে গিয়ে বাড়ি ফেরা হলো না এক ভারতীয় কৃষকের (Bangladesh border)। অভিযোগ, কৃষিকাজের সময় বাংলাদেশি সীমান্তরক্ষী (Bangladesh border) বাহিনী (বিজিবি) তাঁকে আটক করে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। কার্যত অপহরণের অভিযোগ উঠেছে (Bangladesh border) বিজিবি-র বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। আটক হওয়া কৃষকের নাম নূর হোসেন শেখ। সূত্রের খবর, নূরকে সোনা পাচারের অভিযোগে আটক করেছে বিজিবি। তবে নূরের দাবি, চাষের কাজ করতে যাওয়ার আগে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে নিয়ম মেনে জানিয়ে গিয়েছিলেন এবং আধার কার্ড জমা রেখেই চাষ করতে গিয়েছিলেন। তবুও তাঁকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে।
নূরের স্ত্রী ভাসানি বিবি জানিয়েছেন, তাঁর স্বামী নিয়ম মেনে চাষের কাজে গিয়েছিলেন, অথচ তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, “বিএসএফ-কে বিষয়টি জানিয়েছি। ইউনূস আসার পর থেকেই আমাদের ওপর এই অত্যাচার শুরু হয়েছে।” স্বামীকে ফেরত পাওয়ার জন্য চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। চাপড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। নূর হোসেন শেখকে দেশে ফিরিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে প্রশাসন এখনও স্পষ্ট কিছু জানায়নি। এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, জলপাইগুড়ি সহ একাধিক জায়গায় উন্মুক্ত সীমান্ত রয়েছে। সেই সীমান্তে কাঁটাতার দিতে বার বার বাধা দিচ্ছে বিজিবি বলে অবিযোগ উঠছে। বার বার বিজিবি বিএসএফকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। মালদহের উন্মুক্তে সীমান্তে বিএসএফের সঙ্গে সাধারণ মানুষ পাহাড়ায় নেমেছেন। সম্প্রতি বিজেবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা জঙ্গিদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা করেছে।