খবরএইসময়ঃ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে আন্দোলনে বারাসতের নারায়ণা স্কুলের শিক্ষকরা।
অভিযোগ, স্কুলের শিক্ষকদের পড়ুয়াদের পড়শোনা বাদ দিয়ে অভিভাবকদের সাথে ভাল ভাল কথা বলে কে কত ভালো এডমিশন আনতে পারে সেই দিকে নজর কর্তৃপক্ষের। শিক্ষকদের মাসিক বেতনের ৩০ শতাংশ দেওয়া হচ্ছে বলে দাবি। পাশাপাশি কর্তৃপক্ষ দক্ষিণ ভারতের হওয়ায় বাঙালিদের খাটো করে দেখা হয় বলে অভিযোগ তোলে শিক্ষকরা।
শুধু তাই নয় দক্ষিণ ভারতীয় কর্মীদের মাইনে লক্ষাধিক টাকা সেখানে প্রকৃত যারা ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করছে তাদের সেভাবে পারিশ্রমিক দেওয়া হয় না বলে দাবি।বহুবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বিগত তিন বছরে। এই কারণে বাধ্য হয়েই পথে নামেন স্কুলের শিক্ষকদের একাংশ। তাঁদের নূন্যতম এই দাবি যদি না মানা হয় তাহলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। তবে এব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও স্কুল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ‘নো স্কুল নো ফি’ এই দাবিতে নিউটাউন ডিপিএস স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকদের। করোনার জেরে স্কুল বন্ধ রয়েছে। এই সময় অনলাইনে ক্লাস চলছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলে। অভিভাবকদের দাবি, নো স্কুল, নো ফি। টিউশন ফি, ট্রান্সপোর্ট ফি সহ বেশ কিছু না নেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ অভিভাবকরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ।